January 11, 2025

অ্যান্টার্কটিকার বরফের নিচের নতুন তথ্য

1 min read

অ্যান্টার্কটিকা
মহাদেশের বেশিরভাগই পুরু বরফের নিচে রয়েছে। তবে সাম্প্রতিক গ্লোবাল ওয়ার্মিংয়ে এ
বরফ ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। তবে বরফের আস্তর হালকা হওয়ার পাশাপাশি এর নিচে কী
রয়েছে
, তা জানাও সহজ হয়ে উঠছে মানুষের পক্ষে।সম্প্রতি গবেষকরা
জানিয়েছেন
, পশ্চিম অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ বরফস্তরের নিচে
রয়েছে আস্ত একটা পর্বতশ্রেণী। যেন সারি দিয়ে রয়েছে মগ্নমৈনাকেরা।

ব্রিটিশ গবেষক
দলটির মতে
, অ্যান্টার্কটিকার এ বরফের নিচে রয়েছে কয়েকশমাইল ছড়ানো তিনটি উপত্যকাও।  ‘পোলার গ্যাপনামে গবেষকদের বিশেষ এই অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে।
মূলত কৃত্রিম উপগ্রহের নানা ধরনের সেন্সরের সহায়তায় এসব তথ্য জানা গেছে।
আন্টার্কটিকার ওই
বরফের চাদর গলছে দ্রুত। বরফ গলে দ্রুত আন্টার্কটিকার মাঝের অংশ থেকে সরে যাচ্ছে
কিনারার দিকে। আর এসব বরফ গলে গিয়ে সমুদ্রের উচ্চতা বাড়িয়ে দেবে অদূর ভবিষ্যতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *