January 11, 2025

রমজান মাসের মরসুমে চড়া দাম ফলের, নিরাশ ফল ক্রেতারা

মহম্মদ মহসিন , কলকাতা  ঃএখন চলছে পবিত্ররমজান মাস ইসলামধর্মালম্বীরা একমাসসূর্যদোয় থেকে সুর্য্যাস্তপর্য্যন্ত নিরম্বু উপবাস বা রোজা পালন করে থাকেনসারাদিন রোজা বা উপবাস রাখার পর সন্ধের সময় মগরিবের নামাজে আজান শুনে রোজা ভঙ্গ করেন রোজদাররা

একে ইফতার বলা হয়ে থাকে এই ইফতারের সময় রোজদারেরা সাধারণত ছোলা,আদার পাশাপাশি খেজুর,আপেল,লেবু পেঁপে সহ নানারকম ফল খেয়ে থাকেনবছর ফলের দাম এতটাই উর্ধৃুখী ফল কিনতে এসে সমস্যায় পড়ছেন ফলের দাম উর্ধমুখী কেন ? নিয়ে খদ্দেরদের সাথে বিক্রেতাদের তর্ক,বিতর্ক চলছে
বিক্রেতারা অসহায়বছর আপেলের দাম কিলোপ্রতি দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে দুশো টাকা কিলো,একই দামে বিকেচ্ছে আঙ্গুর তিনশো টাকা করে জাম পেঁপেঁ আশি টাকা প্রতিটি কলার দাম পাঁচটাকা করেঅনেক রোজদারেরা বাধ্য হয়েই ফলের বাজেট কমিয়ে দিয়েছেন বলে জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *