রমজান মাসের মরসুমে চড়া দাম ফলের, নিরাশ ফল ক্রেতারা
মহম্মদ মহসিন , কলকাতা ঃ– এখন চলছে পবিত্র ” রমজান মাস “। ইসলামধর্মালম্বীরা একমাস ” সূর্যদোয় থেকে সুর্য্যাস্ত” পর্য্যন্ত নিরম্বু উপবাস বা রোজা পালন করে থাকেন।সারাদিন রোজা বা উপবাস রাখার পর সন্ধের সময় মগরিবের নামাজে আজান শুনে রোজা ভঙ্গ করেন রোজদাররা।
একে ইফতার বলা হয়ে থাকে। এই ইফতারের সময় রোজদারেরা সাধারণত ছোলা,আদার পাশাপাশি খেজুর,আপেল,লেবু পেঁপে সহ নানারকম ফল খেয়ে থাকেন।এ‘বছর ফলের দাম এতটাই উর্ধৃুখী ফল কিনতে এসে সমস্যায় পড়ছেন। ফলের দাম উর্ধমুখী কেন ? এ‘ নিয়ে খদ্দেরদের সাথে বিক্রেতাদের তর্ক,বিতর্ক চলছে।
বিক্রেতারা ও অসহায়।এ‘বছর আপেলের দাম কিলোপ্রতি দ্বিগুণ থেকে তিনগুণ বেড়ে দুশো টাকা কিলো,একই দামে বিকেচ্ছে আঙ্গুর। তিনশো টাকা করে জাম। পেঁপেঁ আশি টাকা। প্রতিটি কলার দাম পাঁচটাকা করে।অনেক রোজদারেরা বাধ্য হয়েই ফলের বাজেট কমিয়ে দিয়েছেন বলে জানান।