কালিয়াগঞ্জ শহরের ব্যবসায়ীদের মেরে কোনভাবেই শহরের উপর দিয়ে ফোর লেন নয় ব্যবসায়ীদের সাথে সহমত পৌরসভা
1 min read
তপন চক্রবর্তী—উত্তরদিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে ভারত সরকারের ভারত মালা সড়ক যোজনার মাধ্যমে যে ফোর লেন সড়ক করার পরিকল্পনা নেওয়া হয়েছে তা কালিয়াগঞ্জ ব্যবসায়ীদের সাথে কালিয়াগঞ্জ পৌরসভা কোন ভাবেই মেনে নেবেনা বলে কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল জানিয়ে দিলেন।আগামী ৫ইজুন রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা শাসকের দপ্তরে রায়গঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত ১০(এ)রাজ্য সড়ক কে ১২নম্বর জাতীয় সড়কের মাধ্যমে ফোর লেন করবার সিচেয়ারম্যানদ্ধান্ত নিয়ে একটি সভা ডাকা হয়েছে। সেই কারণেই কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান সোমবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের ব্যবসায়ীদের নিয়ে পৌরসভায় একটি সভা ডাকেন।সেই সভায় উপস্থিত অধিকাংশ ব্যবসায়ীরা তাদের মতামত জানিয়ে বলেন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে ফোর লেন করতে দেবনা। ফোর লেন যদি একান্তই করতে হয় তাহলে বাইপাস দিয়ে তা করতে হবে।উপসাজানোরস্থিত ব্যবসায়ীদের ব্যক্তব্য শোনার পর কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন কালিয়াগঞ্জ শহরকে কেবল সাজানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
এই মুহূর্তে আমরা কোন ভাবেই এই শহরের উপর দিয়ে ফোর লেন করতে দিতে পারিনা। ফোর লেন করত হহদে গেলে শধু ব্যবসায়ীরাই মারা পড়বেনা,প্রচুর স্থায়ী বাসিন্দাদেরও উচ্ছেদ হতে হবে। আমরা তা কোন ভাবেই মেনে নিতে পারিনা। মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে ফোর লেন নিয়ে যে বৈঠক ডাকা হয়েছে সেখানে কাকিয়াগঞ্জ ব্যবসায়ীদের সাথে কালিয়াগঞ্জ পৌরসভার মতামত আমি জানিয়ে দেব বলে কার্তিক বাবু জানান।পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল বলেন বাই পাস করতে গিয়ে যাতে কোন রকম সমস্যা না হয় সে ব্যাপারে আমরা সড়ক কর্তৃপক্ষের সাথে সম্পূর্ণভাবে সহ যোগীতা করবেন বলেও তিনি জানান।কালিয়াগঞ্জ পৌর সভায় ব্যবসায়ীদের এই বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস-চেয়ারম্যান বসন্ত রায় ,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু,মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু,সান্তনু দেবগুপ্ত, কমিশনার অমিত দেবগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিগণ।