January 11, 2025

তৃণমূল বিধায়ক নিহার ঘোষের হাত ধরে নির্দল প্রার্থী ছয় পঞ্চায়েতের সদস্য শাসকদলের যোগদান করলেন

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিশ্বজিৎ মন্ডল, মালদা, ইংরেজবাজার এরতৃণমূল বিধায়ক নিহার ঘোষের হাত ধরে নির্দল প্রার্থী ছয় পঞ্চায়েতের সদস্য শাসকদলের যোগদান করলেন । যার ফলে কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বোর্ড দখলে এগিয়ে থাকল তৃণমূল কংগ্রেস ।সোমবার ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান তথাপি ব্যাংক নিহার ঘোষের  উপস্থিতিতে কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ওই ছয় জন নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করেছেন। তৃণমূলে যোগদানকারী ওই নির্দল প্রার্থীদের একাংশের বক্তব্য , তারা তৃণমুলকেই সমর্থন করেন।  কিন্তু দলের তরফ থেকে প্রার্থী হিসাবে টিকিট মেলেনি তাদের।   পরবর্তীতে  নির্দল প্রার্থী হয়ে ভোটে দাড়িয়ে জয়ী হন তারা।  পরবর্তীতে তারা তৃণমূলে যোগ দিয়েছেন। এবং দলের হয়ে উন্নয়নমূলক কাজ করতে চান তারা। এদিকে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২২ টি।  যার মধ্যে তৃণমূল পেয়েছে আটটি, নির্দল সাতটি, বিজেপি ছটি , কংগ্রেস একটি। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সেই ৭ জন প্রার্থীর মধ্যেই ৬ জন সদস্য তৃণমূলে যোগ দান করেছেন। এই গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূলের বোর্ড গঠন করা নিয়ে আর কোন সমস্যা থাকলেও না । তবে ওই গ্রাম পঞ্চায়েতে বিরোধীদলে আর যারা সদস্য রয়েছেন তারাও ভবিষ্যতে তৃণমূলের যোগদান করবে বলেও ইঙ্গিত দিয়েছেন বিধায়ক । তাঁর বক্তব্য , আমরা চাই সকলেই তৃণমূলে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী আদর্শে এলাকায় উন্নয়নমূলক কাজ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *