মাঠ পরিষ্কার ও বৃক্ষ রোপনের মাধ্যমে কলকাতার "সংকল্প"র বিশ্ব পরিবেশ দিবস পালন
1 min read
দেবাঞ্জলী
চক্রবর্তী; কলকাতা: আজ বিশ্ব পরিবেশ
দিবস। আর
তাই কলকাতার “সংকল্প” স্বেচ্ছাসেবী সংস্থাকে কোমর
বেঁধে অদম্য উৎসাহের সাথে দেখতে
পাওযা যায় ছোট্ট বড়
অনেক বন্ধুদের সাথে নিয়ে কয়েকটি
মাঠ পরিষ্কার ও বৃক্ষ রোপনের
মাধ্যমে প্রকৃতির সাথে তাদের বন্ধুত্ব
আরও একটু দৃঢ় করার,
সমাজের মানুষের জন্য কাজ করার। আজ
তাদের উদ্দেশ্য ছিল
মানুষের মধ্যে পরিবেশ স্বচ্ছতা
সচেতনতা বৃদ্ধি করা ।
চক্রবর্তী; কলকাতা: আজ বিশ্ব পরিবেশ
দিবস। আর
তাই কলকাতার “সংকল্প” স্বেচ্ছাসেবী সংস্থাকে কোমর
বেঁধে অদম্য উৎসাহের সাথে দেখতে
পাওযা যায় ছোট্ট বড়
অনেক বন্ধুদের সাথে নিয়ে কয়েকটি
মাঠ পরিষ্কার ও বৃক্ষ রোপনের
মাধ্যমে প্রকৃতির সাথে তাদের বন্ধুত্ব
আরও একটু দৃঢ় করার,
সমাজের মানুষের জন্য কাজ করার। আজ
তাদের উদ্দেশ্য ছিল
মানুষের মধ্যে পরিবেশ স্বচ্ছতা
সচেতনতা বৃদ্ধি করা ।
তারা মনে করেন বহুতল বাড়ি নির্মাণের
জন্য সবুজকে তার মাটির
থেকে আলাদা করে দেওয়া
হয়, গাছের পর গাছ
কেঁটে ফেলা হয় উপরন্তু এই সমস্ত বহুতল
বাড়িগুলির প্রতিটিতেই প্রায় শীততাপ নিয়ন্ত্রিত
যন্ত্র দেখা যায় যা পরিবেশ দূষণ
করে তাই সংকল্প সচেষ্ট
হয়েছিল কিছু বহুতল বাড়ির
আশেপাশের এরিয়াতেও সচেনতা বৃদ্ধি করে
বৃক্ষ রোপন করতে যাতে
প্রকৃতি অপেক্ষাকৃত কম কলুষিত হয়
ফলে সকল প্রকার মানুষ
একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে ।
জন্য সবুজকে তার মাটির
থেকে আলাদা করে দেওয়া
হয়, গাছের পর গাছ
কেঁটে ফেলা হয় উপরন্তু এই সমস্ত বহুতল
বাড়িগুলির প্রতিটিতেই প্রায় শীততাপ নিয়ন্ত্রিত
যন্ত্র দেখা যায় যা পরিবেশ দূষণ
করে তাই সংকল্প সচেষ্ট
হয়েছিল কিছু বহুতল বাড়ির
আশেপাশের এরিয়াতেও সচেনতা বৃদ্ধি করে
বৃক্ষ রোপন করতে যাতে
প্রকৃতি অপেক্ষাকৃত কম কলুষিত হয়
ফলে সকল প্রকার মানুষ
একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে ।
“সংকল্প“- র প্রতিনিধিরা মনে
করেন আজকের শিশুরাই কালকের
প্রজন্মকে উন্নত করতে পারে
যদি এখন থেকেই তাদেরকে
পরিবেশ সম্পর্কে সচেতন করা যায়
তাই কিছু ক্ষুদেদের
হাত ধরে হরেক রকম
গাছ রোপন করা হয়
আর যে সকল ক্ষুদে ক্ষুদেরা
উৎসাহের সাথে হাত মিলিয়েছে তাদের
জন্য ছিল হরেকরকম কেক্
এর ব্যবস্থা ।
করেন আজকের শিশুরাই কালকের
প্রজন্মকে উন্নত করতে পারে
যদি এখন থেকেই তাদেরকে
পরিবেশ সম্পর্কে সচেতন করা যায়
তাই কিছু ক্ষুদেদের
হাত ধরে হরেক রকম
গাছ রোপন করা হয়
আর যে সকল ক্ষুদে ক্ষুদেরা
উৎসাহের সাথে হাত মিলিয়েছে তাদের
জন্য ছিল হরেকরকম কেক্
এর ব্যবস্থা ।
এছাড়াও এইদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নেতাজীপল্লী নিবাসী অমিত কুমার
রায়ের কিডনির অপারেশনের জন্যও কিছু সামান্য অর্থ অনুদান তার মায়ের হাতে
তুলে দেওয়া হয়। প্রতিনিধিরা জানান তারা কুর্নিশ জানান অমিত বাবুর
জন্মদাত্রীকে তার অসীম সাহসিকতার জন্য কারন অমিত বাবুকে কিডনি ওনার মা
দিচ্ছেন । আবেদন জানিয়েছে সংকল্প আপামর মানুষের কাছে অমিত বাবুর পাশে
দাঁড়ানোর জন্য ।
রায়ের কিডনির অপারেশনের জন্যও কিছু সামান্য অর্থ অনুদান তার মায়ের হাতে
তুলে দেওয়া হয়। প্রতিনিধিরা জানান তারা কুর্নিশ জানান অমিত বাবুর
জন্মদাত্রীকে তার অসীম সাহসিকতার জন্য কারন অমিত বাবুকে কিডনি ওনার মা
দিচ্ছেন । আবেদন জানিয়েছে সংকল্প আপামর মানুষের কাছে অমিত বাবুর পাশে
দাঁড়ানোর জন্য ।