অঙ্গনওয়ারী কেন্দ্রে দ্রব্য সামগ্রী পৌঁছে দিতে সরকারি টেন্ডারে কিসের ইঙ্গিত?-
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৩৭০টি অঙ্গনওয়ারী কেন্দ্রে এক বছর ধরে কেন্দ্রের চাল,ডাল, নুন,তেল সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী পৌঁছে দেবার জন্য প্রতি বছর রায়গঞ্জ মহকুমা শাসকের দপ্তরে টেন্ডার ডাকা হয়।সেখানে এই কাজ পাবার জন্য অনেকেই দর পত্র দাখিল করে থাকে।গত বছরেও এই দর পত্র আহ্বান করা হয়েছিল।সেখানে গতবার সবচেয়ে নিম্ন দরপত্র জমা পড়েছিল প্রতি কুইন্টাল দ্রব্য অঙ্গন ওয়ারী কেন্দ্রে পৌঁছে দেবার জন্য ১২৯টাকা।বিগত এক বছর ধরে সেই ব্যক্তি কালিয়াগঞ্জের অঙ্গন ওয়ারী কেন্দ্রে দ্রব্য সামগ্রী পৌঁছে দেবার কাজ করে আসছিল।এবারেও ২০১৮–১৯সালের জন্য একই পদ্বতিতে কালিয়াগঞ্জ ব্লকের ৩৭০টি অঙ্গনওয়ারী কেন্দ্রের মালপত্র সাপ্লাই দেবার জন্য কর্নজোড়ায় মহকুমা শাসকের দপ্তরে সম্প্রতি এই বিষয়ের জন্য দরপত্র আহ্বান করেন রায়গঞ্জের মহকুমা শাসক।
এবার টেন্ডার বাক্স খোলার পর দেখা যায় কালিয়াগঞ্জ ব্লকের অঙ্গনওয়ারী কেন্দ্রের মালপত্র সাপ্লাই দেবার জন্য গতবছরে যে ব্যক্তি এই কাজ করবার জন্য দায়িত্ব পেয়েছিল প্রতি কুইন্টাল মাল সাপ্লাই দেবার জন্য ১২৯ টাকায়, সেই ব্যক্তিই এবারও কালিযাগঞ্জের অঙ্গনওয়ারী কেন্দ্রের মাল সাপ্লাই দেবার জন্য দায়িত্ব পায় মাত্র চল্লিশ টাকা প্রতি কুইন্টালের বিনিময়ে।কালিয়াগঞ্জের মানুষদের প্রশ্ন,গতবার যেখানে প্রতী কুইন্টালের জন্য সরকার থেকে ১২৯টাকা দেওয়া হয়, সেখানে এবার মাত্র ৪০ টাকায় সেই কাজ সেই নির্দিষ্ট ব্যক্তিকেই দেওয়া হল কোন রসায়নের ভিত্তিতে? এই প্রশ্ন সবার মুখে মুখে।সাধারণ মানুষের প্রশ্ন এত কম পরিবহন খরচে এই কাজ কি করে করা সম্ভব?এর মধ্যে এমন কি রসায়ন আছে যার দরুন এত কম রেট দিয়েও সেই কাজ নিতেই হবে?এব্যাপারে কালিয়াগঞ্জ ব্লকের সিডিপিও কৌস্তভ দাশগুপ্ত এক প্রশ্নের উত্তরে বলেন কি ভাবে অঙ্গনওয়ারী কেন্দ্রগুলিতে সরকারি মালপত্র পৌঁছাবে এই সবের দায়িত্ব রায়গঞ্জের মহকুমা শাসকের ব্যাপার।তিনিই শেষ কথা।আমাদের অঙ্গন ওয়ারী কেন্দ্রে মাল পৌঁছানো নিয়ে কথা।তবে আমাদের ভালোভাবে মনিটরিং করতে হবে বলে কৌস্তভ বাবু বলেন।এদিকে এই ঘটনায় কালিয়াগঞ্জ শুধু নয় রায়গঞ্জের সর্বত্র আলোচনা চলছে এত কম টাকায় কিভাবে এই কাজ করবে যে ব্যক্তি এই কাজের বরাত পেল?তাহলে কি এর পেছনে কোন অন্য রসায়ন কাজ করবে অঙ্গনওয়ারী কেন্দ্রের কর্মীদের সাথে অলিখিত চুক্তি?