January 11, 2025

রাস্তা সারাই এ প্রতিশ্রুতির প্রতিফলন না ঘটায় ক্ষুব্দ ফুলবাড়ীর বাসিন্দারা

1 min read

কমল কুমার বিশ্বাস(তপন),11জুন : বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বছর খানেক আগে রাস্তার উপর ধান রোপন করেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সেই ধানগাছ স্বজত্নে পরিচর্যাও করেন স্থানীয় ফুলবাড়ী বাজারের ব্যবসায়ীরা। তবে ধানগাছ কেটে প্রতিবাদ জানালেও বেহাল রাস্তার  ছবির কোনও পরিবর্তন হয়নি। এখনও বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে রাস্তাটি। এলাকার বিধায়ক তথা মন্ত্রী বাচ্চু হাঁসদার বাড়িও এই রাস্তা ধরেই যেতে হয়।
গত বছরের প্রতিবাদের চিত্র
 গতবছর তিনি জানিয়েছিলেন পুজোর পর রাস্তাটি সারাই করা হবে কিন্তু প্রতিশ্রুতি আজ প্রতিশ্রুতি হিসাবেই রয়েগেছে l তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি থেকে তপন চৌমাথা প্রায় ১০ কিলোমিটার রাস্তা।
গত বছরের প্রতিবাদের চিত্র
 রাস্তাটি বাম আমলে জেলা পরিষদের তরফে তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৈরি হওয়ার পর রাস্তাটি আর তেমনভাবে সংস্কার হয়নি বললেই চলে। ফলে বেহাল অবস্থায় পরিণত হয়েছে রাস্তাটি। এ বিষয় জেলা পরিষদকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি।
এবারের দৃশ্য
 রাস্তার মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে রাস্তাটি। এই রাস্তার দু’পাশে দুটি হাইস্কুল, বেশ কয়েকটি প্রাথমিক স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। বর্ষার সময় সেই কাদাজল ঠেলে স্কুলে যেতে হয় পড়ুয়াদের। এই রাস্তা সারাইয়ের জন্য স্থানীয় বিধায়কও কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ |
 রাস্তা সংস্কারের ব্যাপারে জেলা প্রশাসন থেকে মন্ত্রী সবাই উদাসীন রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এবিষয়ে জেলা বিজেপির-র অন্যতম সাধারণ সম্পাদক মানস সরকার বলেন, জেলা পরিষদের তরফে কোনও রাস্তা সংস্কার করা হয়নি।

 জেলা পরিষদ যদি অবিলম্বে এই রাস্তা মেরামত না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।এছাড়াও ফুলবাড়ী বাজার হলো দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বড়ো লংকার বাজার |কুমারগঞ্জ,গঙ্গারামপুর ও তপন থানার বিভিন্ন গ্রাম থেকে প্রচুর কৃষক আসেন ফুলবাড়ী বাজারে লঙ্কা বিক্রি করতে ,তাদের দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই l

পুরো ফুলবাড়ী বাজার কম বেশি সারা বছরই জলমগ্ন থাকে l এরফলে কৃষকরা তাদের কৃষিজ পণ্য ক্রয়বিক্রয়ের মারাত্মক সমস্যার সম্মুখীন l এবিষয়ে বাচ্চু হাঁসদা বলেন, “রাস্তাটি আগে জেলা পরিষদের অধীনে ছিল।

 বর্তমানে যা পূর্তদপ্তর-কে দেওয়া হয়েছে। রাস্তাটি খুব দ্রুত সংস্কার করা হবে। তবে শুধুমাত্র এই রাস্তাই নয়, জেলার ১৪টি বেহাল রাস্তাই সংস্কার করা হবে l প্রায় 20 কোটি টাকা ব্যয়ে ফুলবাড়ী ধাইনগর রাস্তার কাজ খুব দ্রুত শুরু হবে বলে জানান উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বাচ্চু হাঁসদা l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *