তৃনমুল ও বিজেপি যাওয়ার প্রশ্ন শুনে মেজাজ হারালেন দক্ষিন মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা:তৃনমুল ও বিজেপি যাওয়ার প্রশ্ন শুনে মেজাজ হারালেন দক্ষিন মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি।মঙ্গলবার নিপা ভাইরাসের আতঙ্কের গুজব নিয়ে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করতে যান কংগ্রেসের দুই সাংসদ আবু হাসেম খান চৌধুরি ও মৌসম বেনজির নুর। জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা প্রশ্ন করেন দল পরিবর্তন নিয়ে। বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতারা দাবি করেছেন জেলার দুইটি লোকসভার আসন দখল করবেন। এই প্রশ্ন করতেই মেজাজ হারান দক্ষিন মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরি।