শীতের আবহে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজে শুরু হতে চলেছে তিনদিনব্যাপী জমকালো নবীন বরণ অনুষ্ঠান।
1 min readশীতের আবহে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজে শুরু হতে চলেছে তিনদিনব্যাপী জমকালো নবীন বরণ অনুষ্ঠান।
দক্ষিণ দিনাজপুর, ১৭ ডিসেম্বর: শীতের আবহে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজে শুরু হতে চলেছে তিনদিনব্যাপী জমকালো নবীন বরণ অনুষ্ঠান। কলেজ সূত্রে জানা গেছে, আগামী ১৮, ১৯ ও ২০ তারিখ কলেজ ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে, যেখানে ছাত্র-ছাত্রীরা তাদের সৃজনশীল প্রতিভা প্রদর্শন করবেন।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মুম্বাই থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন,
যা কলেজ পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের জন্য বড় আকর্ষণ হতে চলেছে। অনুষ্ঠান ঘিরে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কলেজ ক্যাম্পাস জুড়ে সাজসজ্জা চিত্র ইতিমধ্যেই নজর কেড়েছে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারাও এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। তিন দিনের অনুষ্ঠান ঘিরে থাকছে কড়া পুলিশি নিরাপত্তা। এই বিষয়ে বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের জয়েন্ট কনভেনার সুরোজ সাহা জানান,”এই নবীন বরণ উৎসব শুধু নতুন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানানোর উদ্দেশ্যেই নয়, বরং এটি তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার একটি মঞ্চ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে”।