শনিবার মাঠে নামছে আর্জেন্টিনা
1 min read
রাশিয়া বিশ্বকাপে আগামীকাল শনিবার বিশ্বকাপের মিশন শুরু হচ্ছে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। তুলনামূলক ছোট দল আইসল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় আর্জেন্টিনা। অপরদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া আইসল্যান্ডও চায় ভালো কিছু করে দেখাতে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে দু’দলের মধ্যকার লড়াই।
বিশ্বকাপ শুরুর তিনদিন আগেই রাশিয়ায় পৌছায় আর্জেন্টিনা। ইতোমধ্যে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন মেসি-ডি মারিয়া-আগুয়েরোরা। আইসল্যান্ডের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত তারা। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চাইছেন সাম্পাওলি। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ভালোভাবে এবারের বিশ্বকাপ শুরু করা। বুঝাই যাচ্ছে, জয় ছাড়া অন্যকিছুই ভাবছি না আমরা। আইসল্যান্ড ভালো দল। যোগ্য দল হিসেবেই বিশ্বকাপে এসেছে। তবে আমরা সর্তক। পরিকল্পনামাফিক খেলতে পারলে এ ম্যাচে জয় পাওয়া কঠিন নয়। এ ম্যাচে ভালো ফল অর্জন করতে পারলে গ্রুপ পর্বের পরের ম্যাচগুলো আরও সহজ হয়ে যাবে।’বাছাইপর্ব থেকে ধুকতে ধুকতে চূড়ান্তপর্বে আসা আর্জেন্টিনা এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। দলটির কোচ জর্জ সাম্পাওলি বলেন, ‘অতীত এখন আমাদের সঙ্গে নেই। আমরা ভবিষ্যত নিয়েই চিন্তা করছি। দল হিসেবে আমরা এখন অনেক বেশি গোছানো। আশা করি আমাদের সামনের দিন গুলো ভালো কাটবে।’ কোচের মত জয় ছাড়া অন্য কিছু ভাবছেন দলের রক্ষণভাগের প্রহরি মার্কোস রোহো। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে গড়ে উঠেছি। রাশিয়া বিশ্বকাপ নিয়ে আমাদের স্বপ্ন অনেক বড়। গত বিশ্বকাপের স্মৃতি আমরা এখনো মনে করি। আমরা জানি কিভাবে জয় তুলে নিতে হয়। তবে আমাদের অনেক দূর যেতে হবে এবং বড় সাফল্য পেতে হেবে। কিন্তু আমরা এখন প্রথম ম্যাচ নিয়েই সবচেয়ে বেশি ভাবছি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি, আমরা ভালো খেলতে সক্ষম হবো এবং জয় নিয়েই মাঠ ছাড়বো।’
অপরদিকে এই প্রথমবারের মত বিশ্বকাপের মত বড় মঞ্চে খেলার সুযোগ পেল আইসল্যান্ড। তাই প্রথমবারের মত পাওয়া সুযোগটা স্মরনীয় করে রাখতে মুখিয়ে আছে দলটি। দলের কোচ হেইমির হলগ্রিমসন এমনটাই বললেন, ‘এটি আমাদের জন্য স্মরণীয় বিশ্বকাপ। এই প্রথমবারের মত আমরা বিশ্বকাপে খেলতে নামবো। সবাই খুবই উচ্ছসিত। নিজেদের মেলে ধরতে মুখিয়ে আছে ছেলেরা। আমাদের লক্ষ্য থাকবে, ভালো ফুটবল খেলা এবং বিশ্বের কাছে নিজেদের তুলে ধরা।’