January 12, 2025

শাসক দলের সন্ত্রাস রুখতে বিজেপির বুথ ভিত্তিক ক্যাডার ও বাইক বাহিনী

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–পঞ্চায়েত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী ২০১৯শের লোকসভা নির্বাচনে অনেক আগে থেকেই ভারতীয় জনতা দল লোকসভা নির্বাচনকে পাখীর চোখ করে এবার কোমর বেঁধেই মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।আগামী লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূলের সাথে সেয়ানে সেয়ানে টক্কর দিতে বিজেপি এবার শহর ও গ্রামের সর্বত্র বুথ ভিত্তিক ক্যাডার বাহিনীর সাথে প্রতিটি বুথেই বাইক বাহিনী গড়ার সিদ্ধান্ত রাজ্যের প্রতিটি জেলায় নেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর।
জানা যায় এই বুথ ভিত্তিক বাহিনীর সাথে ক্যাডার ভিত্তিক বাহিনীর কর্মীরা বিজেপির সর্বক্ষনের কর্মী হবে।এই সর্বক্ষণের কর্মীদের শুধুমাত্র একটাই কাজ হবে শহর ও গ্রামের বুথে বুথে নিজ নিজ এলাকায় মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধি করা।প্রতিদিন শহর ও গ্রামের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা ও কেন্দ্রের মোদি সরকারের বিগত চার বছরের উন্নয়ন মূলক কাজের ব্যাপক প্রচারের কাজে আত্মনিয়োগ করা।বিজেপির রাজ্য স্তরের জনৈক নেতা বলেন প্রতিটি জেলায় জেলায় বিজেপি নির্বাচনী বুথগুলিকে ইতিমধ্যেই চারভাগে ভাগ করেছে। যে বুথগুলিতে দলের অবস্থা ভালো তাকে (এ)গ্রুপ,যে বুথগুলির অবস্থা তুলনামূলক ভাবে কমজোরি সেগুলি(বি)গ্রুপ,দুর্বল বুথগুলিকে (সি)গ্রুপ এবং এখনো যেখানে কোনভাভেই পদ্মের চাষ শুরু করা যায়নি সেই বুথগুলিকে (ডি) গ্রুপে ভাগ করে বুথভিত্তিক কাজ শুরু করে দেওয়া হয়েছে বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির রাজ্য স্তরের নেতা জানান এ রাজ্যে র মানুষ শুধু এই সরকারের কাজ কর্মে বীতশ্রদ্ধ হয়ে পড়েনি সরকারি আমলারাও ছেড়ে দে মা কেঁদে বাচির মতো অবস্থায় দাঁড়িয়েছে।বিজেপি নেতা বলেন আগামী লোকসভা নির্বাচনেই বি জে পি রাজ্যের শাসক দলের বিদায়ঘণ্টা বাজার ইঙ্গিত দিয়ে দেবে।তাই এ রাজ্য থেকে শাসক তৃণমূল দলকে উচ্ছেদ করবার জন্য বিজেপির কর্মী সমর্থকেরা জীবন দিয়ে বুথ ভিত্তিক কাজ শুরু করে দিয়েছে। যদিও শাসক তৃণমূলযায় দল বিজেপির এই ভয়ে মোটেই ভীত নয়।জনৈক তৃণমূল নেতা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সার্বিক উন্নয়নের কাছে বিজেপির কোন বুজরুকী খাটবেনা।আগামী লোকসভা নির্বাচনে বিজেপির সপ্ন আমরা চুরমার করে দিয়ে ২০১৪সালের চেয়েও আমরা বেশি আসন দখল করবো এ ব্যাপারে কোন সন্দেহ নেই।রাজ্যের মানুষ সব কিছুই লক্ষ রাখছে।এ রাজ্যের মানুষ উন্নয়ন ছাড়া কিছু বোঝেনা।পশ্চিমবজ্ঞে বিজেপির মত সাম্প্রদায়িক দলের কোন স্থান নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *