বিজেপিতে যোগদান কুশমন্ডি ব্লকের বেরইল অঞ্চলে
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস (কুসুমন্ডি) 7ই জুলাই:-আজকুশমন্ডি ব্লকের বেরইল অঞ্চলের ভক্তিপুর বুথে ৫৪টি পরিবারের শতাধিক ব্যক্তি বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করলেন।।বিজেপি দলে যোগদান কারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি শুভেন্দু সরকার lএছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক ব্যাপী সরকার ,বিজেপি নেতা ক্ষিতিশ মাহাতো প্রমুখেরা l এপ্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন – যত দিন যাবে বিভিন্ন দল থেকে গণতন্ত্র প্রেমী মানুষেরা প্রতিদিন বিজেপি তে যোগদান করতে থাকবে l তিনি আরো বলেন তৃণমূলের নজর ভাগাড়ের দিকে ,তাই ধর্ষণে অভিযুক্তদের দলে টানতে হচ্ছে কিন্তু আমদের দলে সাধারণ মানুষ যোগদান করছে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});