"রক্ত দান-জীবন দান
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমল কুমার বিশ্বাস (তপন) 8ই জুলাই:-“রক্ত দান-জীবন দান “এই মহতী উদ্দেশ্যকে সামনে রেখে আজ রক্ত দান শিবিরের আয়োজন করলো কড়াই চেঁচড়া বারোয়ারি সাংস্কৃতিক সংস্থা l আজ কড়াই চেঁচড়া ইন্টিগ্রেটেড মডেল স্কুলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর বঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী বাচ্চু হাঁসদা, তপন এর সমষ্টি উন্নয়ন আধিকারিক সিদ্ধার্থ সুব্বা, তপন ব্লক স্বাস্থ আধিকারিক ডঃ. দেবেশ নাথ, তপন থানার ভারপ্রাপ্ত আধিকারিক, সৎকার সংঘ ও
অন্যান্যরা l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});