January 12, 2025

যুব সমাজের কান্ডারী হেমতাবাদের ব্লক যুব তৃনমূল সভাপতি সাহাজান আলী

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তন্ময়
চক্রবর্তীঃ
রোদ  বৃষ্টি,
ঝর সব সময় মানুষের
পাশে থেকে আজ যুব
সমাজের কাছে প্রিয়  মানুষ  হয়ে
গেছে  উত্তর 
দিনাজপুর জেলার
হেমতাবাদের
ব্লক যুব তৃনমূল কংগ্রেসে  সভাপতি
সাহাজান আলীএবার
 হেমতাবাদে তৃনমূল কংগ্রেস  ভালো ফল করার
পিছনে যার অবদান না
বললেই নয় তিনি সেই
সাহাজান আলী

বামপন্থী
বাড়ির ছেলে হয়েও গত
২০১০ সালে তৎকালিক রাজ্যের
বিরোধী দলের লড়াকু নেত্রী
মমতা ব্যানার্জীর আন্দোলনের প্রতি আসক্ত হয়ে
রাষ্ট বিঙ্গানে রায়গঞ্জ কলেজ থেকে বিয়ে
পাশ করার পর যিনি তৃনমূলের
খাতায় নাম লিখিয়েছিলেন আজ
সেই সাহাজান আলী নিজের বিভিন্ন
কার্যাকালাপে মানুষের অত্যন্ত কাছের  মানুষ হয়ে
গিয়েছেন


এক
সাক্ষাৎকারে তিনি বলেন,তার
বাবা তফিজুল ইসলাম বিষনুপুর
গ্রামপঞ্চায়েতে টানা তিনবারের প্রধান
দুইবারের পঞ্চায়েতের সদস্য ছিলেন সিপি
আইএম দলের প্রতিনিধি হয়ে বাবা
বামপন্থী ঘারানার মানুষ হওয়ার সুবাদে
সে ছোট বেলা থেকে
রাজনিতির প্রতি আসক্ত হয়ে
যায়মানুষের
পাশে থেকে মানুষের হয়ে
কাজ করার ইচ্ছা তার
ছোট বেলা থেকে ছিলতাই
গতানুগতিক তার বাবার রাজনৈতিক
চিন্তা ধারার থেকে সে
বেরিয়ে এসে তৃনমূল কংগ্রেসে
নাম লেখান এরপর
তার  একটাই চিন্তা কি
করে দলের হয়ে তিনি
মানুষের পাশে থাকবেন তাদের
বিপদে আপদে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এই
সংকল্প নিয়ে এর পর
আর সাহাজান বাবু  থেমে থাকে নিহেমতাবাদ
ব্লকের যেখানেই মানুষের বিপদের খবর পেয়েছেন
তিনি সেখানেই  নিজেকে উজার
করে দিয়েছেনকখনো
ছাত্র ছাত্রীদের ভর্তির সমস্যা কখনো
বা আবার পারিবারিক কারো
সমস্যা,কখনো আরো বিভিন্ন
রকম সমস্যা সমাধানের চেষ্টা
করে গেছেন প্রতিনিয়ত
কখনো তিনি ভাবেন নি
যায় উপকার তিনি করবেন
তিনি কোন দল করেন 
তিনি মনে করেন মানুষের
যতটুকু পারবেন উপকার করবেন
ক্ষতি করবেন না
তরুন তুর্কি মিষ্টি ভাষী
সাহাজান বাবু  আজ তাই
সকলের  প্রিয়
হয়ে উঠছেন হেমতাবাদের বিভিন্ন
জায়গায় জানা
যায় ২০১৩ সালে  তিনি অভিষেক ব্যানার্জীর
যুবা দলের হেমতাবাদের দায়িত্বে
থাকার পর গত ২০১৬
সাল থেকে আজ অবধী
 হেমতাবাদ
যুব তৃনমূলের সভাপতি দায়িত্ব সামলাচ্ছেনউল্লেখ্য
এবারের পঞ্চায়েত নিবার্চনে হেমতাবাদে তৃনমূল কংগ্রেসে সাফল্যের
পিছনে যার অবদান রয়েছে
তার মধ্যে তিনি ছিলেন
অন্যতম ছিলেন সাহাজান
আলী বলেন বছরের বিভিন্ন
সময় হেমতাবাদে যুবকদের উদ্বদ্ধ্য  করতে  তিনি যেমন  রক্তদান এর মত  সামাজিক
কার্যক্রম  করে
থাকেন বিভিন্ন সময় তার
মতে আগামী দিনে দলে
যুবদের আরো অনুপ্রানিত করতে
দলের বিভিন্ন প্রচার কর্মসুুচি সাথে
সাথে ফুটবল খেলাকে সঙ্গে
রাখতে হবেতবেই
আরো অনেক যুবক তাদের
দলে আকৃষ্ট হবে
তিনি বলেন আগামী ২১
শে জুলাই কলকাতায় তৃনমূল
কংগ্রেসের শহীদ দিবস কে
সামনে রেখে ইতিমধ্যে ব্যাপক
প্রচার চালানো হচ্ছে হেমতাবাদে যুবর
পক্ষ থেকে ।
তিনি বলেন আগামী ২১ শে জুলাই কলকাতায় তৃনমূল কংগ্রেসের শহীদ দিবস কে সামনে রেখে
ইতিমধ্যে ব্যাপক প্রচার চালানো হচ্ছে হেমতাবাদে।তারা এবার প্রায় পনেরশ কর্মিকে কলকাতায়
নিয়ে যেতে পারবেন ।তার ই  এখন চুরান্ত প্রস্তুতি
নিয়ে হেমতাবাদের তৃনমূলের দলীয়  কার্যালয়ে একটি
প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।যেখানে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস এর সভাপতি গৌতম পাল।
হেমতাবাদ তৃনমূল ব্লক সভাপতি প্রফুল্ল রায় কার্যকারি সভাপতি নারায়ন দাস।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

0 thoughts on “যুব সমাজের কান্ডারী হেমতাবাদের ব্লক যুব তৃনমূল সভাপতি সাহাজান আলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *