কমল কুমার বিশ্বাস (বালুরঘাট)10ই জুলাই:-মহিলাদের সশক্তিকরনে জোর দিলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ l দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্তব্যে সদা অবিচল l ইতিমধ্যেই স্কুল ছুট ও দুস্থ শিশুদের নিয়ে “শিশু শিক্ষা নিকেতন ” এর মতো এক অবৈতনিক বিদ্যালয় জেলা জুড়ে চালু করে সারা ফেলে দিয়েছে পুলিশ প্রশাসন l এবার নবতম সংযোজন “সুকন্যা”,নারী শক্তি কে এমপাওয়ার করাই মূল উদ্দেশ্য lএই মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষে প্রাথমিক স্তরে দক্ষিণ দিনাজপুর জেলা সদর শহর বালুরঘাটের দশটি বিদ্যালয় থেকে মোট চারশত ছাত্রীকে মার্শাল আর্ট ট্রেনিং দেয়াহবে l প্রতি স্কুল থেকে প্রাথমিক স্তরে চল্লিশ জন করে ছাত্রীকে প্রশিক্ষণ দেয়া হবে l প্রশিক্ষণ বাবদ প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জাম এবং ট্রেনার জেলা পুলিশ সরবরাহ করবে l ট্রেনিং করবেন দক্ষিণ দিনাজপুর জেলা তাইকোন্ডো এসোসিয়েশান l আগামী এ
গারোই জুলাই বুধ বার বালুরঘাটের নালন্দা বিদ্যাপীঠে এই “সুকন্যা” প্রশিক্ষণ এর আনুষ্ঠানিক সূচনা হবে l এবিষয়ে জেলা পুলিশ সুপার শ্রী প্রসূন বন্দোপাধ্যায় জানান ,এটি একটি কমিউনিটি পুলিশ ইনিশিয়েটিভ l ছাত্রীদের সেল্ফ ডিফেন্স এর কথা মাথায় রেখেই এই উদ্যোগ l জেলার বেস্ট ট্রেনার দের দিয়েই তাদের প্রশিক্ষণ দেয়া হবে এবং পরবর্তীতে ব্যাপক আকারে পুরো জেলা জুড়ে এই প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হবে l
তিনি আরো জানান যুব সমাজকে স্কিল ডেভেলপ থেকে শুরু করে উপার্জন করার উপযোগী হিসেবে তৈরী করার জন্য আরো বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে l কতগুলো চালু হয়েছে আবার কতগুলো চালুর পরিকল্পনা বাস্তবায়নের পথে l
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলার গঙ্গারামপুরে পুলিশ উদ্যোগে ড্রাইভিং স্কুল চলছে ,যেখানে আট জন ট্রেনিং নিচ্ছে l এছাড়াও প্রত্যন্ত এই জেলার যুব সমাজের কল্যানহেতু এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে তোলার লক্ষে কোনো সুনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে মাধ্যমিক ,উচ্চ-মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স এর কোচিং বিনা মূল্যে দেয়ার ভাবনা চলছে l সঙ্গে সঙ্গে প্রতিটি ব্লকে দুস্থ মেধাবী দশ জন করে ছাত্র ছাত্রীকে বিনা মূল্যে ছয় মাসের কম্পিউটার ট্রেনিং দেয়ারও ভাবনা রয়েছে l