January 12, 2025

আজ মুখ্যমন্ত্রী কোচ বিহারের চ্যাংড়াবান্ধাতে বিকাল ৩টায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন

1 min read

১) কোচবিহার সদরে 33/11 kv substation,
২) মাথাভাঙ্গা সিতাই ও তুফানগঞ্জ এ তিনটি নতুন থানা ভবন,
৩) শীতলকুচিতে দমকল কেন্দ্র,
৪) কুচবিহার এম জে এন হাসপাতাল এ এম আর আই ইউনিট,
৫) হলদিবাড়ি কোচবিহার 1 ব্লকে ধরিয়া বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ ও বিপণন কেন্দ্র,
৬) জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির প্রশাসনিক ভবন, ৭)পুটিমারী ফুলেশ্বরী ও মাটি কাটায় নল বাহিত জল সরবরাহ প্রকল্প,
৮) জেলার  24 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র,
 ৯) সাবেক ছিটমহল এলাকা জুড়ে 40 কিলোমিটার নতুন পিচ রাস্তা।

এছাড়াও মুখ্যমন্ত্রী  কন্যাশ্রী, রুপশ্রী, সবুজ সাথী, গতিধারা সহ প্রচুর পরিষেবা প্রদান করবেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *