অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশ্বজিৎ মন্ডল, মালদা, অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী। রক্তাক্ত অবস্থায় আহতকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকালে মালদা শহরের মহেশপুর বাগান পাড়া এলাকায়। জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম অনিতা হালদার(২৮)। অভিযুক্ত স্বামী ছোটন হালদার পেশায় টোটো চালক। তার সাথে এলাকারই এক মহিলার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন অনিতা দেবী। প্রতিবাদ করতে গেলে মঙ্গলবার সকালে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাদের একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর কথাও জানিয়েছেন অনিতা দেবী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});