December 27, 2024

বাম কং জোটের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজের সমর্থনে মহেন্দ্রগঞ্জে পথসভা_

1 min read

বাম কং জোটের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজের সমর্থনে মহেন্দ্রগঞ্জে পথসভা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৩ এপ্রিল:মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে বাম কংগ্রেস জোটের প্রার্থী কংগ্রেসের আলী ইমরান রমজের সমর্থনে একটি পথ সভা অনুষ্ঠিত হয়।পথসভায় সিপিআইএম নেতা ভারতেন্দ্র চৌধুরী তার ভাষণে বলেন কেন্দ্রে যেমন মোদি সরকার দেশের সাধারণ মানুষের পরিপন্থী কাজ করে চলেছে ঠিক একই ভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের সর্বনাশ করতে আর কিছু বাকি রাখেন নি।

এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটাই দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছেন যে তিনি এই রাজ্যে সমস্ত ক্ষেত্রের দুর্নীতিকে সমর্থন করেও বলছেন তাদের বিরুদ্ধে বিজেপির এসব চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। রাজ্যের প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি।রাজ্যের এই দুর্নীতিবাজ দলকে কোন ভাবেই একটি ভোট দেওয়া যেমন উচিৎ নয় তেমনি বিজেপি কেও একটি ভোট না দিয়ে বাম কং জোটের প্রার্থী আলী ইমরান রমজ(ভিক্টর) কে আপনার মূল্যবান ভোটটি দেবার আহ্বান জানান।যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত বলেন অনেকেই বলেন কংগ্রেস বা বাম বলে কিছুই নেই।মানুষ কিন্তূ খুব ভালো ভাবেই পরখ করেছে দুর্নীতিগ্রস্থ তৃণমূল ও বিজেপির পরিবর্তে দুর্নীতিমুক্ত বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রমজ(ভিক্টর)কে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে বাম কংগ্রেস জোটকে শক্তিশালী করার আহ্বান জানায়।বক্তব্য রাখেন শিক্ষক নেতা তমাল বোস,কালিয়াগঞ্জ শহর কংগ্রেসের সভাপতি তুলসী জয়সয়াল,কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত।উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংগঠনের নেতা অসীম দাস সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..