উত্তরবঙ্গের ঐতিহ্যপূর্ন কালিয়াগঞ্জ মা বয়রা মায়ের অস্টধাতু মূর্তির প্রতিষ্ঠা দিবসের পূজা
1 min readউত্তরবঙ্গের ঐতিহ্যপূর্ন কালিয়াগঞ্জ মা বয়রা মায়ের অস্টধাতু মূর্তির প্রতিষ্ঠা দিবসের পূজা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৬ এপ্রিল: উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্য বাহী মাবয়রা কালিমাতার অস্টধাতু মূর্তির প্রতিষ্ঠা দিবসের পূজা অনুষ্ঠিত হল শনিবার রাতে।পূজার শুরুতেই ঢাক শানাই কাশির সাথে তাঁরাবাতির আলোকমালা মায়ের পূজা প্রাঙ্গন যেন কমিটির সদস্যদের সাথে সাধারন ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতই।
কালিয়াগঞ্জ মা বয়রা কালীপূজা কমিটির।যুগ্ম সাধারন সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র এক সাক্ষাৎকারে বলেন ১৯৯৮ সালের এপ্রিল মাসের আজকের দিনে কালিয়াগঞ্জ পৌর সভার প্রয়াত প্রাক্তন পৌর পিতা তথা মা বয়রা কালি পূজা কমিটির প্রাক্তন সাধারন সম্পাদক অরুণ কুমার দে সরকারের প্রচেষ্টায় মা বয়রা কালির অস্টধাতুর মায়ের মূর্তি তৈরি করবার প্রচেষ্টা স্বার্থক রূপ পায়। মায়ের অস্টধাতুর প্রতিষ্ঠা দিবসের পূজা উপলক্ষ্যে মায়ের মন্দির কে সুন্দর ভাবে সাজিয়ে তোলায় প্রচুর ভক্তের সমাগমে মন্দির প্রাঙ্গন আলাদা মাত্রা পেয়ে থাকে।আগামী রবিবার মন্দিরে মায়ের দর্শন উপলক্ষ্যে প্রচুর ভ্ক্তের সমাগম হয় বলে জানা যায়।মা বয়রা কালি পূজা কমিটির অপর যুগ্ম সাধারন সম্পাদক সৌমেস লাহিড়ী(মুন্না)বলেন আমরা চাই কালিয়াগঞ্জের মা বয়রা কালির পূজা সবার সহযোগিতায় যেভাবে চলছে তার কলেবর যেন আরো দিনদিন বৃদ্ধি পায় তার জন্য সবার সহযোগিতা বিশেষ ভাবে আহ্বান করেন।