ভোট উৎসবের মধ্যেই বোচা ডাঙ্গা অঞ্চলের কয়েকশো সাধারন মানুষ গেরুয়া শিবিরে
1 min readভোট উৎসবের মধ্যেই বোচা ডাঙ্গা অঞ্চলের কয়েকশো সাধারন মানুষ গেরুয়া শিবিরে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,বৃহস্পতিবার, ৪ঠা এপ্রিল: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচা ডাঙ্গা অঞ্চলের শতাধিক মানুষ বুধবার ভারতীয় জনতা দলের রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী কার্তিক চন্দ্র পালের হাত থেকে পতাকা নিয়ে তারা গেরুয়া শিবিরে যোগ দিলেন বলে জানা যায়।এই ঘটনায় বিজেপি শিবির এই মুহূর্তে ভীষন খুশী বলে জানা যায়।বিজেপি প্রার্থী।কার্তিক পাল বলেন মানুষ আর এই সরকারের কাছে কি আশা করতে পারে?
ই সরকারের যতগুলি দপ্তর আছে তার সবকটি দুর্নীতিতে ভরে গেছে।গোটা শিক্ষা ব্যাবস্থা জেলার মধ্যে।প্রতিটি জেলায় জেলায় আমাদের দিদিমনি একজন করে সাজাহান তৈরী করেছেন।চাকরিতে টাকা নিয়ে অযোগ্য অশিক্ষিত যুবকদের বিদ্যালয়ে ঢুকিয়ে চাকরি করার সুযোগ করে দিয়েছে টাকার বিনিময়ে।এই জিনিস ভুভারতের কোথায় দেখতে পাবেন?তাই সবাইকে এসবের বিরুদ্ধে গর্জে উঠে মানুষ এবার পশ্চিমবঙ্গ সহ ভারতে বিশাল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে মোদী সরকারকে আবার একবার খমতায় বসাচ্ছে।সবাই বুঝে শুনেই ঘর পাল্টানো শুরু করে দিয়েছে বলে কার্তিক পাল বলেন।