প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কৃষক দের এনে দিয়েছে সাহস,শক্তি বল ও ভরসা।
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তন্ময় চক্রবতী– ঃ- কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বে চার বছরে যে সমস্ত কাজ গুলি করছে তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা । যা কেন্দ্রীয় সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ দেশের
কৃষকদের
জন্য। উত্তর দিনাজপুর জেলায় তার ব্যাপক সারা পরেছে।সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলায় ব্যাপক সারা ফেলে দিয়েছে।
কৃষকদের
জন্য। উত্তর দিনাজপুর জেলায় তার ব্যাপক সারা পরেছে।সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলায় ব্যাপক সারা ফেলে দিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যায় ফল স্বরুপ এই জেলায় বহু কৃষক বিভিন্ন সময় তাদের প্রকৃতির দুর্যগে নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতি পূরণ পেয়েছে
আবার অনেক কৃষক ক্ষতি পূরণ পেতে চলেছে।এর ফলে
ইতিমধ্যে ফসল বিমা যোজনার মাধ্যেমে কৃষকদের কাছে কেন্দ্র সরকার এনে দিয়েছে সাহস,শক্তি বল ও ভরসা।
আবার অনেক কৃষক ক্ষতি পূরণ পেতে চলেছে।এর ফলে
ইতিমধ্যে ফসল বিমা যোজনার মাধ্যেমে কৃষকদের কাছে কেন্দ্র সরকার এনে দিয়েছে সাহস,শক্তি বল ও ভরসা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যা কৃষকরারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি।আজ বাস্তব রুপে পাচ্ছে দেশের প্রত্যন্ত কোনায় কোনায়।সারা দেশের সাথে তাল মিলিয়ে প্রাকৃতির বিপর্যয়ে যে সমস্ত ফসল ক্ষতি হয়েছিল তার যেমন ক্ষতিপুরন পেয়ে গেছে তেমন ই অনেক কৃষক আবার ক্ষতিপুরন পাওয়ার আশায় বুক বেধে আছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল নারানপুর।যেখানে বসবাস করে কয়েক হাজার কৃষক। যাদের প্রধান জীবন জীবিকা
নির্বাহ করে কৃষি কাজের উপর.।ধান,পাট সরষা গম চাষ করে এখানকার কৃষকরা.। বহু মানুষ এই কৃষি কাজ করে তাদের সংসার নির্বাহ করে.।
নির্বাহ করে কৃষি কাজের উপর.।ধান,পাট সরষা গম চাষ করে এখানকার কৃষকরা.। বহু মানুষ এই কৃষি কাজ করে তাদের সংসার নির্বাহ করে.।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু গত বছরের ভয়াবহ টাঙ্গন নদীর বন্যা তাদের সব কিছুই কেরে নিয়েছে।একদিকে যেমন জমির ফসল তেমন ঘড়বাড়ি।সব কিছুই বন্যার জলে ভাষিয়ে নিয়ে চলে গেছে।এলাকার কৃষকরা জানান,মহাজনদের কাজ থেকে চড়া সুদে ধার করে
প্রতিবছর ই তারা এই কৃষিকাজ করেন।পরবর্তিতে ফসল উঠার পর সেই ফসল বিক্রি করে যে লাভ হয় সেই টাকা থেকে মহাজনদের টাকা তারা শোধ করেন। কিন্তু গত বছরের
বন্যাই এতটাই ভয়াবহ হয়েছিল যে জমির সব কিছুই শেষ করে দিয়েছিল।
আগামীদিনে কিভাবে চলবেন তার কুল কিনারা পাচ্ছিলেন তারা ।
প্রতিবছর ই তারা এই কৃষিকাজ করেন।পরবর্তিতে ফসল উঠার পর সেই ফসল বিক্রি করে যে লাভ হয় সেই টাকা থেকে মহাজনদের টাকা তারা শোধ করেন। কিন্তু গত বছরের
বন্যাই এতটাই ভয়াবহ হয়েছিল যে জমির সব কিছুই শেষ করে দিয়েছিল।
আগামীদিনে কিভাবে চলবেন তার কুল কিনারা পাচ্ছিলেন তারা ।
এরপর তারা জানতে পারেন যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার তারা ক্ষতিপুরন পাবেন তারা। কৃষকরা জানান
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার টাকা পেলে আবারো তারা নতুন উদ্দ্যেমে চাষাবাদ শুরু করবেন।তবে এখানো সেই টাকা না পেলেও খুব শিগ্রহ তারা যে টাকা পাবেন তা তারা কৃষি দপ্তর থেকে জানতে পেরেছেন।ফলে তারা এখন ভিষন খুশী আর অপেক্ষায় রয়েছে কবে সেই ক্ষতিপরনের টাকা তাদের কাছে এসে পৌচ্ছাবে আর তখন থেকে আবার নতুন উদ্দ্যেমে চাষাবাদ শুরু করবেন।
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার টাকা পেলে আবারো তারা নতুন উদ্দ্যেমে চাষাবাদ শুরু করবেন।তবে এখানো সেই টাকা না পেলেও খুব শিগ্রহ তারা যে টাকা পাবেন তা তারা কৃষি দপ্তর থেকে জানতে পেরেছেন।ফলে তারা এখন ভিষন খুশী আর অপেক্ষায় রয়েছে কবে সেই ক্ষতিপরনের টাকা তাদের কাছে এসে পৌচ্ছাবে আর তখন থেকে আবার নতুন উদ্দ্যেমে চাষাবাদ শুরু করবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সব মিলিয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা যা গ্রামের কৃষকদের কাছে কেন্দ্র সরকার এনে দিয়েছে
সাহস, শক্তি বল ও ভরসা তা নিসন্দেহে বলা যেতেই পারে।
সাহস, শক্তি বল ও ভরসা তা নিসন্দেহে বলা যেতেই পারে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});