January 13, 2025

পৈতৃক জমি নিয়ে পারিবারিক বিবাদ

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বিশ্বজিৎ মণ্ডল, মালদা : পৈতৃক জমি নিয়ে পারিবারিক বিবাদ।একভায়ের পরিবারকে ভাগ দিতে অস্বীকার অন্য ভাইদের।গ্রাম্য সলিশিতেও বেরোইনি রফা সূত্র।সালিশী থেকে বাড়ি ফেরার পথে পরিবারের ওপর হামলা।অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারা হয় বলে অভিযোগ।আক্রান্ত হয় পরিবারের চার সদস্য।ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার কুমারগঞ্জ অঞ্চলের রাণীনগর গ্রামে।ঘটনায় আক্রান্ত অন্তঃসত্ত্বা ও তার স্বামী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।বাকিরা আরাইডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
ঘটনায় অভিযুক্ত কাকাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের।জানাগেছে,আক্রান্তরা হলেন মোহাম্মদ তারামুদ্দিন(৩৩)তার অন্তঃসত্ত্বা স্ত্রী শাহানুর বিবি(২১)এই দুই জন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।ভাই রফিকুল আলম ও বোন বিলকিস খাতুন আরাইডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে জানাগেছে, তারামুদ্দিনের ঠাকুমা সামিরা বিওয়া(৯০)র ১৫ বিঘা জমি রয়েছে।সেই জমি নিয়ে ছেলেদের মধ্যে বিবাদ।তারামুদ্দিনের পরিবারকে সেই জমির ভাগ দেওয়া নিয়ে বিবাদ।সেই বিবাদ ঘিরে শনিবার দুপুরে দুই পরিবারে বিবাদ লাগে।কাকাদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে তারামুদ্দিন ও তার ভাই রফিকুল আলম ।সেই নিয়ে শনিবার রাতে গ্রাম্য সালিশী বসে।কিন্তু সেই সালিশিতে কোন সিদ্ধান্ত না হওয়ায় সভা ভেস্তে যায়।তারপর রাতে বাড়ি ফেয়ার পথে তারামুদ্দিন সহ পরিবারের ওপর হামলা চালায় কাকু ও তার ছেলেরা বলে অভিযোগ।দুই মাসের অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি মারা হয় এমনটাই অভিযোগ তারামুদ্দিনের ।তারপরই স্থানীয়দের সহায়তায় হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়।ঘটনায় আতাউর রহমান,সেকেন্দার আলী,জালাল শেখ,আজগর শেখের বিরুদ্ধে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্তরা পলাতক।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *