২১ জুলাই উপলক্ষে তৃনমূলের মহা মিছিল
1 min read
রাহুল রায়, পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমান জেলার গলসী ১ নং ব্লকে ২১ জুলাই উপলক্ষে তৃনমূলের মহা মিছিল। এদিন বিকালে পূর্ব বর্ধমান জেলার তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী ও ব্লক সভাপতি জাকির হোসেন উদ্যোগে ওই মিছিল করা হয়। সিমনোড়ি মোড় থেকে রাকোনা প্রযন্ত মিছিলে পা মেলান প্রায় ত্রিশ হাজার তৃনমূল কর্মী ও সমর্থক। মিছিলের শেষে রাকোনা ফুটবল মাঠে একটি সভা করেন তারা। ওই সভায় ১০০ অধিক আর. এস.পি কর্মী তৃনমূল কংগ্রেসের যোগদান করেন। তাদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন গলসী বিধায়ক অলোক মাঝি, গলসী ১ নং ব্লক সভাপতি জাকির হোসেন ও পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী। এদিন সভার পর এক জন দুস্থ ব্যক্তি কে নগদ অর্থ ও একজন মহিলা যার চোখের চিকিৎসার প্রয়োজন তাকে চিকিৎসা করানোর জন্য ভাড়া বাবাদ নগদ অর্থ প্রদান করলেন পূর্ব বর্ধমান জেলার তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী ও ওই মহিলার চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন। কাঞ্চন বাবুর এমন উদ্যোগ খুশি ওই দুস্থরা ও এলাকার মানুষ।