January 13, 2025

এক অসহায় পিতার করুণ আর্তি। ——-

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দেবাঞ্জলী চক্রবর্তী, কলকাতা , বর্তমানের কথা: ২ বছরের ফুলের মতো ছোট্ট শিশু রোহন টিউমারে আক্রান্ত এবং যার অবিলম্বে অপারেশনের প্রয়োজন । অপারেশনের জন্য রোহনকে নিয়ে যেতে হবে দিল্লি AIIMS-এ। রোহনের বাবা পেশায় একজন গাড়ি চালক।কোন রকমে রোজগার করে পরিবারকে নিয়ে দিন যাপন করেন।তাই রোহনের অপারেশন তো দুর অস্ত তিনি দিল্লি নিয়ে গিয়ে রোহনকে ডাক্তার দেখাতে সমর্থ হননি।আসামের যে ডাক্তার বাবুর কাছে ছোট্ট রোহনের সাময়িক চিকিৎসা চলছে তিনি একটা  হিসেব দিয়েছেন রোহনের অপারেশনের জন্য আনুমানিক 6/7 লক্ষ টাকা প্রয়োজন।যাহা শুনে রূপক বাবু ও কাকলি দেবীর মাথা হাত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এদিকে ডাক্তার বাবু বলছেন রোহনের দ্রুত অপারেশন প্রয়োজন তা না হলে রোহনের প্রাণ সংশয় দিন দিন বাড়ছে। রোহনের মা কাকলি দেবী আর্তি জানিয়েছেন সকলের কাছে সাহায্যের জন্য। কোনও সরকারি সাহায্য এখনও অবধি পাওয়া যায়নি তাই “মানবিক রায়গঞ্জ ” এর তরফ থেকে আমরা চেষ্টা করছি একজন মায়ের আবেদনে সাড়া দেবার। তাই সকলের কাছে আমাদের অনুরোধ দুধের এই শিশুর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।আসুন আমরা আপনার সকলে মিলে চেষ্টা করি, রোহনের সেই মিষ্টি হাসি ফিরিয়ে দিতে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বাবা – রূপক পাল
মা – কাকলি পাল
ঠিকানা – বড়জালেঙ্গা, নয়াবিল.কাছাড় ,মোবাইল -+918723077537,+919854830483…..                         


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রোহনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে “সংকল্প ” ও ” “মানবিক রায়গঞ্জ ” সমাজসেবী সংস্থা। 
Cont:8436881181/9475542523/9836770475
#Bank dtls
Priya das
Bank of india
A/c no-434710110009430
Raiganj br,raiganj,w/b,733134
Ifsc:BKID0004347
#Paytm no-9836770475


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *