January 13, 2025

রান্নাঘরের উনুন থেকে আগুন লেগে পুড়ে ভস্মীভূত হল ৫৪ টি ঘর

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সুব্রত সাহা ঃ- বৃহস্পতিবার দিন দুপুরে রান্নাঘরের উনুন থেকে আগুন লেগে পুড়ে
ভস্মীভূত হল ৫৪ টি ঘর।  এই ঘটনায় চাঞ্চল্য
ছড়িয়ে পড়ে উত্তর  দিনাজপুর জেলার ইসলামপুর
মহকুমার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভাতকুন্ডা গ্রামে। শেষপর্যন্ত দমকলের দুটি
ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান কয়েকলক্ষ
টাকা বলে জানা গিয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 স্থানীয়সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে স্থানীয় বাসিন্দা
জুলফিকার আলীর রান্নাঘরের উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়িগুলিতে।
দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জীন।  অপরিসর রাস্তার কারনে একটি ইঞ্জীন ঘটনাস্থলে
পৌঁছোতে পারলেও অপরটি মাঝরাস্তাতেই আটকে পড়ে।দমকল আসার আগেই অধিকাংশ বাড়িগুলি পুড়ে
যায়।  সবমিলিয়ে খোলা আকাশের নীচেই পড়ে
রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। অবিলম্বে প্রয়োজনীয় সাহায্যের দাবী তুলেছেন
ক্ষতিগ্রস্থ্যরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *