উল্টো রথ টানার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব
1 min readরথ টানার মধ্য দিয়ে আজ শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গত ১৪ জুলাই রখযাত্রা উৎসব শুরু হয়।সনাতন
ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব
আর নাথ হচ্ছেন ইশ্বর । তাই জগন্নাথ হচ্ছে জগতের ইশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের
মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ
দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।লিটল এঞ্জেল লার্নিং হোম এর অধ্যক্ষ মমতা সেন বলেন, উল্টো
রথে জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথদেবের মন্দিরে নিয়ে আসা
হয়। এর আগে রথ যাত্রার শুরুর দিন লীলাচল থেকে জগন্নাথদেবকে গুন্ডিচা মন্দিরে নেয়া
হয। কথিত আছে সত্যযুগে ইন্দ্রদন্য রাজার স্ত্রী গুনিডচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসাবে
প্রতিবছর নয় দিন তার কাছে থাকার থাকার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। সেই প্রতিশ্রুতি
রাখার জন্যই রথের শুরুর দিন গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথদেবের মন্দিরে
নিয়ে আসা হয় ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা
মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে।সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মথ্য দিয়ে
শুরু হয় অনুষ্ঠান মালা । এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব
শান্তিও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ
বিতরণ, আলোচনা
সভা, পদাবলী
কীর্তন, আরতি
কীর্তন, ভাগবত
কথা, সাংস্কৃতিক
অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। ইসকন সহ রাজধানীর রাম-সীতা মন্দির এবং
তাতীবাজার জগন্নাথ মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ।উল্টো
রথ যাত্রা শেষে আশ্রমে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরন করা হয়। সন্ধ্যা থেকেই শুরু
হয় নানা আনুষ্ঠানিকতা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});