প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক রমাপদ চৌধুরী
1 min read
প্রীতম সাঁতরাঃ চলে গেলেন বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তী রমাপদ চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দির্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় তিনি ভুগছিলেন। সঙ্গে ছিল শ্বাসকষ্টজনিত সমস্যা। ২১ জুলাই তাঁকে ভর্তি হাসপাতালে করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। জীবন যুদ্ধে হার মানলেন তিনি। রবিবার সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ তাঁর জিবনাবসান হয়। তরুণ বয়স থেকেই রমাপদ চৌধুরি সাহিত্যের প্রতি আকৃষ্ট ছিলেন। যুগান্তর পত্রিকায় ‘উদয়াস্ত’ তাঁর প্রথম প্রকাশিত গল্প। শুরু হল পথ চলা। আনন্দবাজার পত্রিকায় সম্পাদনার পাশাপাশি প্রকাশ পেয়েছিল তাঁর অনবদ্য সব সৃষ্টি। ‘বনপলাশীর পদাবলী’, ‘খারিজ’, ‘দ্বীপের নাম টিয়ারং’, ‘লালবাঈ’, অন্যতম। যার মধ্যে ‘বনপলাশীর পদাবলী’ অন্যতম প্রশংসিত লেখা। খারিজ, একদিন অচানক, দ্বীপের নাম টিয়ারং ইত্যাদি লেখাগুলি সাড়া ফেলেছিল চলচিত্র হিসাবেও। তবে ১৯৮২ সালে টেস্ট টিউব বেবির জনক সুভাষ মুখোপাধ্যায়ের জীবনি অবলম্বনে তাঁর লেখা ‘অভিমূন্য’ আলাদা ভাবে সবাদর পেয়েছিল সাহিত্য মহলে। ১৯৮৮ সালে ‘বাড়ি বদলে যায়’ উপন্যাসের জন্য পেয়েছিলেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। পাশাপাশি একাধিক সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। রয়েছে আনন্দ পুরষ্কার, রবীন্দ্র পুরষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল ইন্টারন্যাশনাল প্রাইজও। ২০১৫ সালে প্রকাশিত হয় তাঁর শেষ লেখা ‘হারানো কথা’। এরপর পাকাপাকিভাবে নিজেকে সরিয়ে নেন লেখিলেখির জগৎ থেকে। সাহিত্যিক রমাপদ চৌধুরীর প্রয়াণে বাস্তবিক ইতি পড়ল সাহিত্য যুগের এক উজ্জ্বল অধ্যায়ের। তাঁর চলে যাওয়ার খবরে স্বভাবতই শোকের ছায়া সাহিত্য দুনিয়া সহ সমগ্র বাংলায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});