তোলা দিতে রাজি না হওয়ায় মাঝ নদীতেই আক্রমণ
1 min read
বিশ্বজিৎ মণ্ডল,মালদা : তোলা দিতে রাজি না হওয়ায় মাঝ নদীতেই আক্রমণ করা হয় জেলেদের।চলে মারধর সহ লুটপাট।ছিনিয়ে নেওয়া হয় নৌকা।ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনা মালদার মানিকচকের গঙ্গা নদীতে ঘটনায় আক্রান্ত জেলেরা মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সাইফুদ্দিন-এর বিরুদ্ধে।জানাগেছে,মানিকচকের ডোমহাট, রুস্তমপুর,সোনাপুর এলাকায় গঙ্গা নদীতে মাছ ধরা বাবদ প্রতিবছর ফেরি ঘাট মালিককে ৫০০-৮০০ টাকা দিতে হতো জেলেদের।তবে মাস খানেক ধরে গোপালপুর অঞ্চলের একজন তৃণমূল নেতা শেখ সাইফুদ্দিন।জেলেদের নদীতে মাছ ধরতে হলে ২০ শতাংশ তোলা দিতে হবে তাকে,এমনই ফরমান জারি করেন।তবে এই তোলা দিতে অস্বীকার করেন জেলেরা।অভিযোগ,রবিবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে মাঝ নদীতে ১২ জন জে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
লে ঘিরে ধরে বোমা পিস্তল হাতে দুষ্কৃতীরা।ভিনরাজ্যের দুষ্কৃতীদের সাথে নিয়ে এই হামলার নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা শেখ সাইফুদ্দিন।জেলেদের মারধর সহ করা হয় লুটপাট।১১ টি মোবাইল,৬ টি নৌকা সহ প্রায় ৩৫ হাজার টাকার মাছ ছিনিয়ে নেই।তারপরই মানিকচক থানায় তৃণমূল নেতা শেখ সাইফুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});