January 12, 2025

আত্রেয়ী বাঁচাও আন্দোলনে এবার প্রকাশিত হল লোগো এবং আন্তর্জাতিক পরিকল্পনা

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কমল কুমার বিশ্বাস, বালুরঘাট,8ই আগস্ট:-আত্রেয়ী বাঁচাও আন্দোলনে এবার প্রকাশিত হল লোগো এবং আন্তর্জাতিক পরিকল্পনা l  আত্রেয়ী নদীর বালুরঘাটের কল্যাণী ঘাট এলাকায় সাংবাদিক সম্মেলন করে প্রকাশিত হলো আত্রেয়ী বাঁচাও লোগো l দিশারী সংকল্প নামক স্বচ্ছাসেবী সংস্থা কর্তৃক আত্রেয়ী বাঁচাও আন্দোলন ইতিমধ্যেই আন্তর্জাতিক মাত্রা পেয়েছে l এবার আগামী তিন মাসের জন্য আত্রেয়ী নদী ভিত্তিক আন্তর্জাতিক পরিকল্পনা প্রকাশ করলো দিশারী সংকল্প l আজকের প্রকাশিত লোগোটি এঁকেছেন বিশিষ্ট কবি ও ভাস্কর মৃনাল চক্রবর্তী l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এই লোগোতে উঠে এসেছে আত্রেয়ী নদীর অতীত  ও বর্তমান অবস্থার কথা l আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অমল বসু,সংগঠনের সম্পাদক তুহিন শুভ্র মন্ডল,সংগীত কুমার দেব ,পঙ্কজ মোহন্ত ,সাহেব মন্ডল,ঋক গুহ প্রমুখরা l  এপ্রসঙ্গে তুহিন বাবু বলেন ,”আগামীকাল 9ই আগস্ট জয়পুরহাট এবং 11 ও 12 ই আগস্ট ঢাকায় আত্রেয়ী নদী সংক্রান্ত মিটিং ও আন্তর্জাতিক আলোচনা রয়েছে l এছাড়া আগস্ট মাসেই ‘নদীর কাছে এসো’,সেপ্টেম্বর মাসে ‘ইন্টারন্যাশনাল রিভার অলিম্পিয়াড ‘,অক্টোবর মাসে ‘আত্রেয়ী সংকল্প’  কর্মসূচি আছে l তুহিন বাবু আরো জানান -আত্রেয়ী নদী রক্ষায় ভারত -বাংলাদেশ যৌথ অংশগ্রহণে একটা দৃষ্টান্ত স্থাপন করবে দিশারী সং

কল্প l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *