January 12, 2025

উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির মিউজিক্যাল চেয়ারের খেলায় অনেক কদম এগিয়ে পূজা আচার্য

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন
চক্রবর্তীউত্তর দিনাজপুর
কিছুদিন
আগেই পঞ্চায়েতের প্রচন্ড ঝড় বয়ে গেছেএবার
আবার নতুন করে শাসক
তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা
পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে ঝড় উঠেছে
এবার উত্তর দিনাজপুর জেলা
পরিষদের সভাধিপতি সংখ্যালঘু না সাধারণ সম্প্রদায়ের
মহিলাদের মধ্য থেকে নির্বাচিত
করা হবেউত্তর
দিনাজপুর জেলা পরিষধের অধিকাংশ
নির্বাচিত সদস্যদের মধ্যে দাবি উঠেছে
বিগত বছরে সংখ্যা লঘু
সম্প্রদাযের মহিলা যেমন সভাধিপতির
দায়িত্ব পালন করেছেন পাঁচ
বছর ধরেতাই
এবার সাধারণ মহিলাদের মধ্য
থেকেই জেলা পরিষধের সভাধিপতি
নির্বাচিত করতে হবেজেলা পরিষদের সাধারণ
মহিলা নির্বাচিত সদস্যদের মধ্যে সভাধিপতি হবার
মত যোগ্যতাসম্পন্ন মহিলার কোন অভাব
নেই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উত্তর
দিনাজপুর জেলা পরিষদের নাম
প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষধের তৃণমূলের  নির্বাচিত
সদস্য  বলেন
বিগত বছরে ইসলামপুর মহকুমা
থেকেই সভাধিপতি নির্বাচিত হয়েছিলেনএবার
কেন রায়গঞ্জ মহকুমা থেকে নির্বাচিত
করা হবেনা?আমরা দলের
হুইপে কোন কথা বলতে
না পারলেও আমাদের অনেকের
নিজস্ব পছন্দ অপছন্দ থাকতেই
পারেজেলা
পরিষধের বেশ কিছু নির্বাচিত
প্রতিনিধির সাথে কথা বলে
মনে হয়েছে ইটাহারের জেলা
পরিষদের সদস্যা পূজা আচার্যের
দিকেই  অনেক  পাল্লা ভারী বলেই
মনে হলযদিও
উত্তর দিনাজপুর জেলা পরিষধের সভাধিপতির
দৌড়ে  যেমন
রয়েছেন হেমতাবাদের  পম্পা পাল , কবিতা বর্মন তেমনি
করনদীঘির বিপাশা সিংহওকেউ
বসে নেই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

চরম
ব্যস্ততা শুরু হয়ে গেছে
সভাধিপতির চেয়ারে বসার মিউজিক্যাল চেয়ারের খেলায়ইতিমধ্যেই
খেলা শুরু হয়ে গেছে,দৌর চলছেএখন দেখার কে
কার চেয়ার সরিয়ে নিজে
দখল নিতে পারে তার
জন্য আর মাত্র কয়েকটা
দিন বাঁকি


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তবে
এটা পরিষ্কার উত্তর দিনাজপুর জেলা
পরিষদের সভাধিপতির পদে এবার যে
সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচিত সদস্য স্থান করে
নিতে পারছেনা তা আকারে ইঙ্গিতে
বুঝতে অসুবিধা হচ্ছেনাযদিও
সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচিত সদস্যারাও চুপ করে বসে
নেই


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *