উত্তর দিনাজপুরের আলমাস কবিরের ২০০মিটারে সোনা_
1 min readউত্তর দিনাজপুরের আলমাস কবিরের ২০০মিটারে সোনা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬আগস্ট: কলকাতার সল্ট লেকের সাই কম্প্লেক্সের উদ্যোগে আয়োজিত রাজা অ্যাথলেটিকস মিটে শুক্রবার উত্তর দিনাজপুর ক্রীড়া সংস্থার আলমাস কবির পুরুষ অনূর্ধ ১৮ বিভাগে ২০০মিটার দৌড়ে প্রথম স্থান দখল করে সোনা ছিনিয়ে নিল।আলমাস কবিরের ২০০মিটার দৌড়ে প্রথম হতে সময় নিয়েছে ২১,৯ সেকেন্ড।
উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ বিশ্বস বলেন আমাদের সংস্থার আলমাস কবিরের মত আরো অনেক আলমাস কবির যেন তৈরি হতে পারে উত্তর দিনাজপুর জেলায়।আলমাস কবির আমাদের গর্ব।