January 12, 2025

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিপ্লব সরকারের

1 min read
 সত্যেন  মহ্নত    বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল তৃনমূল পরিচালিত বিদায়ী গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৪ নাম্বার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর।মৃত উপ-প্রধান বিপ্লব সরকারের ( ৪২)।  তিনি বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের পাচ বছরের উপ প্রধান ছিলেন।পুলিশ মৃত দেহ রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। জানাজায় আজ সকালে তার ছেলেকে স্কুলের বাসে তুলার পড়ে স্নান করতে যান বিপ্লব বাবু। স্নান সেরে এসে ভেজা কাপড় বাড়ির উঠানে মেলতে গিয়ে বিপত্তি ঘটে। পাশে থাকা বিদ্যুৎতের তারে ভিজা কাপড় পড়তেই তাড় ছিড়ে পড়লে বিপ্লব বাবু তড়িতাহত হন এবং সেখানেই লুড়িয়ে পড়েন। সেই সময় বাড়িতে কেউ ছিল, পরিবারের লোকেরা  বাড়িতে ফিরে দেখতে পায় তিনি অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন। প্রাথমিক সুশ্রশা করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনার পড় থেকে শোকের ছায়া নেমে আসে পরিবার সহ তৃনমূল কংগ্রেসের মধ্যে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন তৃনমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ,ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা, শহর সভাপতি তথা পুরসভার পুরপতি কার্তিক পাল,বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সহ তৃনমূল নেতৃত্ব।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *