January 12, 2025

জীবিত হয়েও মৃত বালুরঘাটের চকভৃগু এলাকার চুরাশি বছর বয়স্কা শান্তিবালা দাস

1 min read
কমল কুমার বিশ্বাস,বালুরঘাট,21শে আগস্ট :-দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আবারো এক কাদম্বরীর দেখা মিললো l সাহিত্যের কাদম্বরীকে মরিয়া প্রমান দিতে হয়েছিল সে মরেনাই,আর বাস্তবের চুরাশি বছর বয়স্কা মহিলা কে নিজেকেই সরকারি দপ্তরে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে নিজে জীবিত তার প্রমান দিতে l 
 
ঘটনার সূত্রপাত বালুরঘাটের চকভৃগু এলাকার চুরাশি বছর  বয়স্কা শান্তিবালা দাস কে নিয়ে lস্বামী গুপীনাথ দাসের মৃত্যুর পর সহায় সম্বলহীন শান্তিবালা দাসের বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল বার্ধক্য ভাতা l নিজস্ব কোনো সন্তান না থাকায় এর ওর কাছে যতসামান্য সাহায্য ও বার্ধক্য ভাতা থেকে প্রাপ্ত মাসিক চার শত টাকাই ছিল তার বাঁচার রসদ l
 কালের পরিহাসই বলুন বা অদৃষ্টের দোষ সেই ভাতাতেও পড়লো টান l গত মার্চ মাসে শান্তিবালা দেবী শেষ বারের মতো তার বাঁচার মূলধন চার শত টাকা পেয়েছিলেন l অগত্যা জীবন বাঁচানোর তাগিদে স্থানীয় চকভৃগু গ্রাম পঞ্চায়েত ও বালুরঘাট ব্লকে রিক্ত হস্তে ছোটার পালা l

 উনার ভাষায় ,”এই বয়সে আত্মহত্যার সাহস জোটাতে পারিনি আবার বেঁচে থাকবো কি করে তাও জানিনা l “সমস্ত সরকারি দপ্তরে বৃদ্ধা সশরীরে বারংবার  গিয়ে শুধু জানতে চান ,”আমার বার্ধক্য ভাতা কেন বন্ধ হলো?”প্রথম দিকে গুরুত্ব না দিলেও বৃদ্ধার বারংবার আগমনে এক প্রকার বাধ্য হয়েই বলুন বা লজ্জায় পরে আধিকারিকরা খোঁজ নিয়ে জানান সরকারি নথিতে উনি মৃত l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তাই উনার বার্ধক্য ভাতা বন্ধ lএপ্রসঙ্গে শান্তিবালা দাস জানান ,”এই জীবনের শেষ বেলায় দাঁড়িয়ে হারিয়ে ফেলেছি বেঁচে থাকার সমস্ত শক্তি ,নিজের খাওয়া যেখানে জোগাড় করতে হিমশিম সেখানে রোজ রোজ টোটো ভাড়া কোথায় পাবো সরকারি দপ্তরে যাবার l কি ভাবেই বা প্রমান করবো আমি মৃত নোই ,আমি জীবিত ? 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আবার সরকারি দপ্তরের কথা অনুযায়ী আমার নামে কোনো লোক মারা গেলে আমি জীবিত হবো ,আমার ভাতা চালু হবে – এমন অবজ্ঞায় বেঁচে থাকার চেয়ে মৃত্যু ঢের ভালো l “এপ্রসঙ্গে বালুরঘাটের বি.ডি.ও শ্রীমতি Susmita সুব্বা জানিয়েছেন  “এই বিষয় টা আমাদের নজরে এসেছে। রিপোর্ট টা দেখেছি সেখানে ওনার মৃত্যুর ডেট পর্যন্ত দেওয়া হয়েছে।  কেন এটা হল দেখছি। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নতুন করে গ্রাস রুট লেভেল থেকে রিপোর্ট নেওয়া হবে।”জেলা শাসক শ্রীমতি দিপাপ প্রিয়া পি বিষয়টি খতিয়ে দেখে অতি দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *