January 12, 2025

যাত্রিক নাট্য সংস্থার নাটক নকশি কাথার মাঠ

1 min read

তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটু অহংকারকে সঙ্গী করে বলতেই পারি উত্তর দিনাজপুর জেলার মধ্যে নাটক নিয়ে যে শহরটি সবসময় ব্যাস্ত সেই শহরটির নাম কালিয়াগঞ্জ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

যে শহরে মাত্র একটি নাট্য মঞ্চ থাকলেও বারোমাস ধরে কোন না কোন নাট্য সংস্থার হয় একক নাটক মঞ্চস্থ হচ্ছে না হয় নাট্য উৎসব সপ্তাহ ধরে চলছে। তার রেশ ধরেই সম্প্রতি কালিয়াগঞ্জের যাত্রি ক নাট্য গোষ্ঠী সম্প্রতি পল্লী কবি  জসিমউদ্দিনের কাব্য অবলম্বনে নাটক নক্সী কাথার মাঠ মঞ্চস্থ হল নজমু নাট্য নিকেতনে।নাটক,আলো, মঞ্চ, সুর,নির্দেশনা ও সামগ্রিক পরিকল্পনায়  ছিলেন প্রখ্যাত নাট্য পরিচালক গৌতম হালদার।পল্লী কবির কল্পনার  সেই গ্রাম্য পরিবেশ যেন কিছু ক্ষনের জন্য হলেও নজমু নাট্য নিকেতন যেন হয়ে উঠেছিল পল্লী কবি জসীমউদ্দীনের সপ্নের গ্রাম।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দুই গ্রামের  যুবতী মেয়েরা যেমন বিয়ের গান গাইছিল নক্সী কাথার মাঠে,তেমনি চরের দখল নিতে আসা দুই গায়ের মানুষদের সাথে শুরু হয় সাময়িক গন্ডগোল ও উত্তেজনা  যে দৃশ্য সবাইকে অবশ্যই কলাকুশলীদের অভিনয়ের দক্ষতায় আপ্লুত করেছে।বিশিষ্ট নাট্য পরিচালক গৌতম হালদারের কথায় ,এক সপ্তাহ ধরে প্রতিদিন বার ঘন্টা করে যাত্রীকের কলা কুশলীরা আন্তরিকতার সাথে তার সাথে   পরিশ্রম করেছে নক্সী কাথার মাঠের সফলতা সেখানেই।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 নাটকটিতে যারা অসাধারন সাফল্য দেখিয়েছে তারা হলেন রুপাই সাজুর চরিত্রে অভিষেক ভট্টাচার্য ও শ্রীতমা চক্রবর্তী।এছাড়াও নাটকের বিভিন্ন  চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করতে পেরেছেন তারা হলেন যথাক্রমে গৌরাঙ্গ সাহা,তমালিকা গুহ, অর্নিসা ভট্টাচার্য্য,সঞ্জয় গাঙ্গুলী,শিউলি ঘোষ,সোনা পাল,উৎপল পাল,,কেয়া দাসও কল্লোল চক্রবর্তী। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তামস রঞ্জন বন্দোপাধ্যয়ের কন্ঠ,সৌমেস লাহিড়ী ও সাগর দাসের যন্ত্রানুসঙ্গ  নাটকটিকে সর্বাঙ্গ সুন্দর করতে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে নাটকটি দেখবার জন্য বালুরঘাট,মালদা,রায়গঞ্জ, কুশমন্ডিও কলিগ্রাম থেকে বিভিন্ন নাট্য সংস্থার কর্নধার রা নাটক দেখতে এলে যাত্রীক নাট্য সংস্থার কর্নধার নরেন্দ্র নারায়ন চক্রবর্তী সহ সংস্থার অন্যান্য নাট্য কর্মীরা তাদেরকে সম্বর্ধনা দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *