সাপ নিয়ে মানুষের মন থেকে সমস্ত ভুল ধারণা সরিয়ে দিতে আয়োজন করা হলো সচেতনতা শিবির
1 min readসাপ নিয়ে মানুষের মন থেকে সমস্ত ভুল ধারণা সরিয়ে দিতে আয়োজন করা হলো সচেতনতা শিবির
শুভ আচার্য সাপ নিয়ে মানুষের মন থেকে সমস্ত ভুল ধারণা সরিয়ে দিতে আয়োজন করা হলো সচেতনতা শিবির। মানুষকে সচেতন করতে এই শিবিরের আয়োজন করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সভা গৃহে। আজ এই গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের মধ্যে একটি শিবিরের মাধ্যমে সাপের সমস্যা ও তার প্রতিকার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলে।সাপ কামড়ানো পর অনেকের ধারণা আছে ওঝার ঝাড়ফুঁক করানোর প্রভৃতিতে ।
এমনকি এই ভুল ধারণা ও কুসংস্কারের ফলে অনেক প্রাণ অকালে চলে যায়। এই সমস্ত ভুল ধারণা মুছে ফেলতে আয়োজন করা হয়েছে সচেতনতা শিবির। সেই শিবিরের আয়োজন করেছে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও অ্যানিমেল প্রটেকশন সমিতি বলে জানান বোচা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান হৃদয় চন্দ্র সরকার।। এই শিবিরের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা হয়। কোনো সাপ কামড়ালে কি ধরনের সুরক্ষা নেওয়া উচিত। এছাড়াও বিভিন্ন ধরনের সচেতনতা বার্তা দেওয়া হয় এই শিবিরে মাধ্যমে।