January 12, 2025

জলপাইগুড়ির তীর্থ সবুজসাথি নিয়ে বাংলা ভ্রমনে

1 min read
রোগা ছিপছিপে গঠনের পাঁচ ফুট উচ্চতার একটি ছেলে,পিঠে স্কুল ব্যাগ,সন্গী সবুজ সাথী আর ভারতবর্ষের জাতীয় পতাকা।জলপাইগুড়ির,পাহাড়পুরের নাথুয়া পাড়ার বসিন্দা তীর্থ কুমার রায় বা ্লা ভ্রমনের পাশাপাশি স্বপ্ন দেখছে সবুজ সাথী কে বিশ্ব মাঝে তুলে ধরার।এক বছর বয়সেই সে হারায় তার বাবা কে,অভাব অনটনের মধ্যে কোনো রকমে স ্সার চালিয়ে যেতে যেতে আবারো ছন্দপতন তার নবম শ্রেনীতে পড়া কালীন সময়ে,এই সময় সে হারায় তার মাকে।পুরুলিয়ার আনন্দ মার্গ মিশন থেকে বিনা খরচায় পড়াশুনার সুযোগ পেয়ে তা কাজে লাগায় সে,তার পর ২০১৫ সাল নাগাত ফিরে আসে জলপাইগুড়িতে।সেখানে সোনাউল্লা উচ্চ বিদ্যালয়ে কমার্স নিয়ে ভর্তি হওয়ার পর টিউশান করে নিজের পড়াশুনার খরচ চালাতো সে।
কখনো বন্ধুদের সাইকেলে কখনো হেঁটেই চলত তার যাতায়াত,পাশে দাঁড়াইনি কেউ।কিন্তু একাদশ শ্রেনীতে পড়াকালীন সময়ে সে প্রথম পুরস্কার টি হাতে পায়।রাজ্য সরকার প্রদত্ত সবুজ সাথী।আর প্রথম পুরস্কার নিয়েই জীবন কে বদলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সে,সিদ্ধান্ত অনুযায়ী কাজ সবুজ সাথী নিয়েই বেরিয়ে পরে বা ্লা ভ্রমনে।তীর্থর কথা অনুযায়ী সবুজ সাথী নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ সমালোচনা করে,তাদের জবাব দেওয়ার জন্য ও সবুজ সাথী গরীব পরিবারের ছেলেমেয়েদের জন্য তাদের স্বপ্নপুরনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা বোঝাতেই তার এই উদ্দ্যোগ।২০১৬ সালের ১৬ই মার্চ বাড়ি থেকে সে তার যাত্রা শুরু করে,জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-কুচবিহার-দার্জিলিং -কালিম্প ্, উত্তর দক্ষিন দিনাজপুর, মালদা হয়ে ফারাক্কায় এসে পৌছায় ২২শে জুলাই ২০১৬।এর সন্গে সন্গেই চলতে থাকে তার পড়াশুনা,রাতের বেলা ইউটিউবে ও ব্যাগের মধ্যে থাকা বই তেই, যখন যেখানে থাকে সেখানেই মনোনিবেশ করে সে। পড়াশুনার অসুবিধা হলে সেই এলাকারই কোনো স্কুলে গিয়ে শিক্ষক দের পরামর্শ নিয়ে নেয় সে,সাথে স্কুলের মিড ডে মিলেই দুপুরের ভোজ সারে সে।উচ্চ মাধ্যমিকে ৬১% শতা ্শ নম্বর পাওয়ার পর ভগবানগোলা থানার তৎকালীন বড়বাবু উৎপল দাশের সহায়তায় বর্তমানে সে হেরম্বচন্দ্র কলেজে বিকম পাঠরত।পরবর্তীতে ফারাক্কা থেকে যাত্রা শুরু করে মুর্শিদাবাদ রামপুরহাট নদীয়া হয়ে কাটোয়া এসে পৌছায় ২৪শে মে,২০১৭.কাটোয়া থেকে কালনা বর্ধমান রানাঘাট থেকে দক্ষিন চব্বিশ পরগনা হয়ে বর্তমানে সে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা পেরিয়ে মন্গল বার টাকী পৌরসভায় এসে পৌছায়।টাকী তে এই সবুজ সাথী বাহক কে সম্বধর্না জানান টাকী পৌরসভার পৌরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় ও টাকী টাউন যুব তৃনমুলের সভাপতি,কাউন্সিলর চিন্ময় মন্ডল।সম্বর্ধনার পাশাপাশি তার ঊদ্দ্যেশ্য সফল করার শুভকামনা জানান তারা।আপাতত তীর্থর লক্ষ্য সারা বা ্লা ঘোরার পর নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত।ভবিষ্যতে সে সরকারি সাহায্য পেলে সবুজ সাথী নিয়েই পাড়ি দিতে চায় দেশ -দেশান্তরে।আপাতত সবুজ সাথী র সুফলের এই সাক্ষাত বার্তা বাহক কে দেখতে টাকীতে তার অস্থায়ী আস্তানায় ভিঁড় সাধারন মানুষের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *