January 12, 2025

রাধিকাপুরে সাপে নেউলের সম্পর্কনিয়েও বিজেপি–তৃণমূলের গ্রাম পঞ্চায়েত গঠন

1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–আসলে নীতিটাকে দূরে রেখে সাপে-নেউলের সম্পর্ক নিয়ে স্রেফ চেয়ারের প্রয়োজনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে শুক্রবার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই বোর্ড গঠনের মধ্য দিয়ে প্রমান হল বিজেপি তৃণমূল দল মুখে অনেক নীতি বাক্য শোনালেও চেয়ারের প্রয়োজনে এরা সবকিছু তুচ্ছ মনে করে থাকে।কালিয়াগঞ্জ শধু নয় রাজ্যের সর্বত্র এই দুটি রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কুৎসা, নিন্দা এমনকি সুযোগ পেলে একে অপরের সাথে প্রতিনিয়ত রাজনৈতিক সংঘর্ষে লিপ্ত থাকলেও গ্রাম পঞ্চায়েত দখলের ক্ষেত্রে এদের জুড়ি মেলা ভার।কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১৬।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নির্বাচনে উভয় দলই ৮টি করে আসন পায়।শুক্রবার সকাল ১১টায় ব্লক প্রশাসনের উদ্দ্যগে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হলে ভোটের মাধ্যমে প্রথমে প্রধান নির্বাচিত হন বিজেপি দলের বিক্রম চন্দ্র দেবশর্মা।পরবর্তীতে পুনরায় ভোটের মাধ্যমে উপ-প্রধান নির্বাচিত হন তৃণমূল দলের কৃষ্ণা বর্মন।রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ছিল ব্যাপক পুলিশি ব্যবস্থা।অপরদিকে একই দিনে বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের  বোর্ড গঠনের মাধ্যমে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে গ্রাম পঞ্চায়েতটি দখল নেয়।তৃণমূল দলের প্ৰধান নির্বাচিত হন হৃদয় চন্দ্র সরকার।প্রকাশ,কালিয়াগঞ্জ ব্লকে মোট আটটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল মাত্র একটি পঞ্চায়েত একক ভাবে দখল করতে সমর্থ হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *