January 12, 2025

"দাও ফিরে সে অরণ্য,লও এ নগর "

1 min read
কমল কুমার বিশ্বাস ,বালুরঘাট,25 শে আগস্ট:-কবি গুরু রবীন্দ্রনাথ এর ভাষায় ,”দাও ফিরে সে অরণ্য,লও এ নগর ”  এই কথার বাস্তবায়ন আজকের দুনিয়ায় ভীষণ জরুরি l নির্বিচারে গাছ কাটার ফলে গ্লোবাল ওয়ার্মিং আজ সবচেয়ে বড়ো সমস্যা মানব জাতির সামনে l জীবজগৎ আজ তার অস্তিত্ব সংকটের দোর গোড়ায় দাঁড়িয়ে l

 এমন এক ভয়াবহ পরিস্থিতিতে  দাঁড়িয়ে বালুরঘাটের দিশারী সংকল্প নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গাছ কে রাখি পড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করল lসঙ্গে এগিয়ে এলো অযোধ্যা বিদ্যানিকেতন নামে একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কবি ওয়ার্ডসওয়ার্থ কে তার “‘টিনটার্ন এবে’ কবিতায় দেখা যায়- ওয়ে নদীর তীরে দাঁড়িয়ে এর মর্মর ধ্বনি নয় বরং কান্নার ধ্বনি শুনতে পান; শিল্প বিপ্লবের যে বিষাক্ত পরিণাম ওয়ে নদী বয়ে নিয়ে যাচ্ছিল ওয়ার্ডসওয়ার্থ তাই যেন বিষাদময়তায় শুনেন। 

কীটস, শেলী, ওয়ার্ডসওয়ার্থ, রবার্ট ফ্রস্ট ও রীবন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশের অনেক কবিতায় সচেতন বা প্রচ্ছন্নভাবে প্রকৃতি ধ্বংসের প্রতি সহমর্মিতাবোধ এসেছে। রীবন্দ্রনাথের মুক্তধারা নাটকে আধুনিক যন্ত্র দানবের কথা পরিষ্কারভাবে এসেছে এবং মানুষ কিভাবে বাঁধ নির্মাণ করে প্রকৃতির জল ধারাকে বাগে এনে প্রকৃতির উপর অবিচার করে এতে তার প্রতিবাদ প্রতিধ্বনিত হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 তার ডাক- ‘ফিরে চল মাটির টানে’ বা ‘এসো নীপবনে ছায়া বীথি তলে,এসো করো স্নান নব বারি ধারা জলে’ এ রকম আরো অনেক গানে ও কবিতায় পরিবেশের প্রতি কবির গভীর সচেতন মনোভাব ফুটে উঠেছে।আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে বালুরঘাট থেকে অযোধ্যা যাবার রাস্তায় ক্লোরোফিল প্রাঙ্গনে দিশারী সংকল্প ও অযোধ্যা বিদ্যানিকেতনের যৌথ উদ্যোগে বট গাছ কে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালিত হলো l এপ্রসঙ্গে পরিবেশবিদ ও শিক্ষক তুহিন শুভ্র মন্ডল জানান,”গাছের সাথে মানুষের বন্ধন আরো দৃঢ় ,গভীর ও নিবিড় করার লক্ষে এই আয়োজন l চতুর্দিকে যে ভাবে নির্বিচারে গাছ কাটা চলছে এটা তার একটা প্রতিবাদও বটে l তিনি বলেন  গাছের প্রতি মানুষের ভালোবাসা আরো বাড়ুক ,গাছ মানুষের বন্ধু এই বোধ বৃদ্ধি পাক l গাছ কে যেন সকলের মিলিত চেষ্টায় রক্ষা করা যায় এই আহ্বান তিনি জানান l”কবির ভাষায় ,”যাহারা তোমার বিষাইছে বায়ু ,নিভাইছে তব আলো;তুমিকি তাদের ক্ষমা করিয়াছ ,তুমি কি বেসেছো ভালো ?”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *