January 12, 2025

" Beggars are not Losers " ছবিটি দিল্লিতে রিলিজ হয়ে গেল

1 min read

ইতিমধ্যেই Bikash Saha & gouri Saha এর Production Star light picture production এর Banner এ দিল্লিতে রিলিজ হয়ে গেল তার ” Beggars
are not Losers ” ছবিটি।
 শোনা যায়
তার 
career এর মধ্যে এটাই তার Best Achievement পাওয়া ছবি। 2018 তে রিলিজ করা এই ছবি সকল মানুষের মন জয় করে
নিয়েছে। অলরেডি
CIFA CRYSTAL AWARD OF USA পায় Best ছবির শিরোপা
হিসেব। 



শুধু তাই নয় Singapore থেকে International
United Educationists fraternity ( IUEF) এর তরফ থেকেও Beggars
are not Losers সেরা ছবির শিরোপা
পান।


সহেল সাহা হলেন একজন বাস্তববাদী মানুষ। বাস্তব নিয়ে করা তার এই ছবি। ছবি টি
করতে গিয়ে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে কারণ পুরো ছবিটি তে তাকে একজন
Physically
Handicapped এর চরিত্রে অভিনয় করতে
হয়েছে।

16ই অক্টোবর তার এই
ছবি
West Bengal এ এবং বাংলাদেশে
মুক্তি পাচ্ছে। একের পর এক সুন্দর ছবি দিয়ে তিনি সকল মানুষের মন জয় করেছে।



 ইতিমধ্যে শোনা যায় এই First  Zee
Music এর সাথে Partnership
এ তার নতুন হিন্দি ভিডিও Album
আসতে চলেছে। তিনি এই কাজে
একটি নতুন মুখ আনতে চলেছে যার নাম রিনিকা ভোমিক।



 রিনিকা ভোমিকের Industry
তে আসা সহেলের হাত ধরেই।
এছাড়াও
Beggars are not Losers ছবিতে অন্য
চরিত্রে রয়েছে সায়ক দত্ত যিনি এই ছবি টিতে সহেলের বড় ভাইয়ের চরিত্রে অভিনয়
করেছে। 





সায়ক দত্ত এর কাজ শুরু হয় সহেলের হাত ধরেই।First ছবিটি তে সায়ক দত্ত অভিনব অভিনয় করেছে।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সহেল
সাহা এবং সায়ক দত্ত এর মধ্যে এক অভিনব
understanding. তাই জন্য সহেল সাহার পরবর্তী ছবি Air of
freedom বিদেশের 5 টি জায়গাতে মুক্তি পাবে এবং এই ছবিটিতে সায়ক এক
অন্যতম চরিত্রে আছে। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সব মিলিয়ে দেখতে গেলে সহেল সাহা এবং সায়ক দত্ত এর  2018 এবং 2019 সাল রমরমিয়ে
চলবে।সৌপ্রিয়ানা রায় এর “facebook live” আস্তে চলেছে খুব শিগগিরি যার স্ক্রিনপ্লে তে আছে অরিন্দম সাহা। শুভজিৎ ব্যানার্জির প্রোডাকশন SS Creation এর ব্যানারে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *