মহা সমারহে চোপড়াতে পালিত হল রাখী উৎসব
1 min read
জয়দেব গোপ চোপড়া ও বিধান নগর২৬ আগস্ট: মহা সমারহে চোপড়াতে পালিত হল রাখী উৎসব । বোনেরা ভাইয়ের হতে রাখী পরিইয়েই শুধু শান্ত থাকেনি চোপড়ায় ।তার সঙ্গে ননা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার গাছেও রাখী পরিয়ে গাছ এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দেন বিধান নগরের মেয়েরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন মিতালী রায়, সর্বানী আদিত্য, সাইলি দাসের উদ্যোগে প্রায় ৩ কিলোমিটার ৩১নম্বর জাতীয় সড়কের দুধারের পাঁচ শতাধিক গাছে রাখী পরান শতাধিক মহিলা । শুধু রাখী পরিয়ে নয়। রাস্তার দুই পাশের গাছগুলিকে রক্ষা করার শপথ নেন সকলে মিলে । অনেকে ভাগ করে গাছগুলিকে দত্তক নিয়ে নিজের ভায়ের মত লালন পালন ও রক্ষা করার শপথ নেন অভিনব রাখী কমিটির মেয়েরা।একাজে খুশি হয়েছেন এলাকার মানুষ এবং সমাজসেবী বাপান দাস সহ বিধাননগর ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান।এছাড়াও এদিন কলাগাছ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে চোপড়ার কলাগাছ বৃদ্ধাশ্রমে রাখী উৎসব পালন করা হয় । উপস্থিত ছিলো কলাগাছ মানব কল্যাণ সোসাইটির সদস্যরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});