January 12, 2025

প্রীতির বার্তায় যুবসমাজ

1 min read

সুদীপ ঘোষ, দক্ষিণ দিনাজপুর (হোয়্যাটসপ রিপোর্টার): “ রাখি বন্ধন ” উৎসব ভারতবর্ষের বিভিন্ন স্থানে পালিত ভাই এবং বোন এর পবিত্র বন্ধন উৎযাপন |1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্র নাথ  ঠাকুর হিন্দু ও মুসলিম সম্পদায়ের মধ্যে ঐক্যের একটি ছবি  ব্রিটিশ সাম্রাজ্যের কাছে তুলে ধরার জন্য মাধ্যম হিসাবে বেছে নেয় এই ”  রাখি বধন ” উৎসব কে |আর তারপর থেকেই জাতি – ধর্ম  – বয়স ভেদাভেদ ভুলে আজও অনন্য ভাবে পালিত হয় এই উৎসব |


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



এই ধারাবাহিকতাকে বজায় রেখে করদহ গ্রামের যুবসমাজের  সৈজন্যে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী ছত্রহাটী ক্যাম্পে ১২২ নম্বর  বি.এস.এফ  ব্যাটালিয়ানদের সাথে পালিত করলো এই রাখি বন্ধন উৎসব |বি.এস.এফ জওয়ানরা ফিরে গেল  নিজ  নিজ স্মৃতি চারণায়  , অনুষ্টানের সমাপ্তি ঘটলো যেনো    ভাতৃত্ববোধে |এই যুবসমাজ থেমে থাকেনি বি.এস.এফ   জওয়ানদের সাথে একত্রিত হয়ে , কাঁছা কাছি অন্য এক গ্রামে অনাথ আশ্রমে র  শিশু দের  সাথে রাখি বন্ধন উৎসব পালন করে  , আর অপেক্ষায় রইলো আগামী বৎসর সবার একই ভাবে এই উল্লাস দেখবার জন্য |


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *