January 12, 2025

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অনৌপচারিক সংস্কৃত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন-

1 min read
তপন চক্রবর্তী- রায়গঞ্জ :রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগে একটি অনৌপচারিক সংস্কৃত  প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্ঘাটন সমারোহ অনুষ্ঠিত হল।এদিন বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মৃতি কক্ষে বেদধ্বনী ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ দূর্লভ সরকার এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এই অনুষ্ঠানে রায়গঞ্জ শহরের প্রসিদ্ধ চিকিত্সক ডঃ উত্তম পাল অতিথী রূপে যোগ দিয়ে সংস্কৃত ভাষার  ঐতিহ্য ও তার বৈজ্ঞানিকতার উপর আলোকপাত করেন এবং ইশোবশ্য উপনিষদ থেকে “ইশাবশ্যমিদঃ সর্বং”মন্ত্র উচ্চারণ পূর্ব ত্যাগের দ্বারা জীবনকে কিভাবে ভোগ করা যায় তার সুন্দর ব্যাখা করেন।কার্যক্রম পরিচালক সংস্কৃত বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ডঃ প্রশান্ত কুমার মহলা সংস্কৃত কিভাবে কম্পিউটারের ভাষা হতে পারে তার কারণগুলো সুন্দর ভাবে ব্যাখা করেন।এদিন মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ডঃ দেবাশিষ বিশ্বাস মহাশয় ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সংস্কৃত কিভাবে সাধারণ মানুষদের ভাষায় পরিণত করা যায় তার উপর তিনি গুরুত্ব আরোপ করার সঙ্গে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় পরমাণু বোমার ভয়াবহভাবে দেখে কী ভাবে কীভাবে গীতার শ্লোক উচ্চারণ করা হয়েছিল তা তুলে ধরেন।বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী বাবুলাল বালা।সংস্কৃতের বিস্তৃতি চরিত্র নির্মাণে সংস্কৃত ভাষার উপযোগিতার বিষয় তিনি আলোকপাত করেন।সংস্কৃত কেবল ভারতবর্ষ নয ভারতের বাইরেও এর বিস্তৃতি সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন।রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান নিউ দিল্লি থেকে নিযুক্তা প্রশিক্ষণ শিবিরের শিক্ষিকা মুনমুন দেবনাথ অনৌপচারিক সংস্কৃত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে বক্তব্য উপস্থাপনা করেন।এটা একটি কেনদ্র সরকারের অধীন মানব সংবল বিকাশ মন্ত্রালযের প্রজেক্ট ।ডঃ প্রশান্ত কুমার মহলার প্রচেষ্টায় ক্রমান্বয়ে তিন বছর ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।এখানে 200-এর বেশী ছাত্র ছাত্রী এবং সংস্কৃত প্রেমী মানুষ অংশ গ্রহণ করেছিলেন ।এই প্রশিক্ষণ শিবির 2019 পর্যন্ত চলবে।এখানে যে কোনো সংস্কৃতানুরাগী মানুষ অংশ গ্রহণ করতে পারেন।প্রতিদিন সকাল 7 টা থেকে 9 টা এই স্পোকেন সংস্কৃতের ক্লাস চালবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রো ডঃ অনিল ভুইমালির অকুন্ঠ সাহায্য এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ দুর্লভ সরকারের প্রচেষ্টায় এই কার্যক্রম টি ফলপ্রসূ হয়েছে বলে কার্যক্রমের সংযোজক ডঃ প্রশান্ত মহলা জানান।এদিন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্কৃত বিভাগের অধ্যাপক ডঃ সমির কুমার মণ্ডল ,হরিদাস সূত্রধর,শিউলি বর্মন ,বাবলু বর্মন ,পরীক্ষা নিয়ামক শুভঙ্কর ভৌমিক,পিজি কাউন্সিলার সেক্রেটারি ডঃ দিগন্ত বিশ্বাস ,ডঃ দিবেন্দু ভট্টাচার্য সহ প্রমুখ শিক্ষক


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

6 thoughts on “রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অনৌপচারিক সংস্কৃত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন-

  1. Neutrophils are typically sparse to absent within and around affected vessels, supporting the interpretation that the vasculitis of EIB NV represents a lymphocytic vasculitis rather than a neutrophilic leukocytoclastic vasculitis LCV. side effects of doxycycline hyclate 100mg In regards to lipid- based risk factors in ALS, analyses have demonstrated that higher low- density lipoprotein LDL levels are causally associated with an increased risk of developing ALS in both European and East Asian populations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *