January 12, 2025

ইটাহারে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি

1 min read
সুব্রত সাহা ঃ- উত্তর দিনাজপুর জেলার ইটাহারে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি । পুড়িয়ে দেওয়া হলো পুলিশের গাড়ি। ঘটনায় তিন পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।নামানো হয়েছে র্যাফ ও কমব্যাট ফোর্সও।
 ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়িয়েছে ইটাহার জুড়ে। মোট ২৫টি আসনের মধ্যে নির্বাচনের ফলাফলের নিরিখে বিজেপির দখলে ছিল ১১টি আসন। তৃণমূলের দখলে ছিল ৭টি আসন এদিকে কংগ্রেস, সিপিএম ও নির্দলের দখলে ছিল ২ টা করে আসন এবং সিপিআইয়ের দখলে ছিল ১টা আসন। 
সূত্রের খবর, এদিন সকালে বোর্ড গঠনের সময় বিজেপি ১৩টি আসনের সমর্থন ও তৃণমূল ১২টি আসনের সমর্থন দেখালে পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, একদল দুষ্কৃতী এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু করে।
 স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০টির বেশি বোমা ফাটানো হয় এলাকায়। ব্যাপক বোমাবাজির জেরে কেঁপে ওঠে পুরো ইটাহার। বোর্ড গঠন ও প্রধান নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
 যা নাকি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। চলে গুলি ও ব্যাপক বোমাবাজি। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে পুলিশ গেলে দুপক্ষই পুলিশের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। গুরুতর আহত হন তিন পুলিশকর্মী।পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জেলা পুলিশের রিজার্ভ ফোর্সকে নামানো হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *