গাছ মাফিয়াদের দৌরাত্বে পালিগাও ফরিদপুর রাস্তার ধারের দুপাশের গাছ কেটে সাফ,এলাকার মানুষ ক্ষুব্ধ
1 min readগাছ মাফিয়াদের দৌরাত্বে পালিগাও ফরিদপুর রাস্তার ধারের দুপাশের গাছ কেটে সাফ,এলাকার মানুষ ক্ষুব্ধ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৮জুন: সবুজায়নের লক্ষে বর্ষার শুরুতেই যেমন গাছ লাগানোর উদ্যোগ একদিকে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো দিকে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর এলাকার পালিগাঁও ফরিদপুর এলাকায় রাস্তার ধারে বড় বড় গাছ গুলি রাতের অন্ধকারে এলাকার গাছ মাফিয়ারা বৃক্ষ ছেদনের মাধ্যমে চুটিয়ে ব্যবসা করে চলেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।
পঞ্চায়েত ও বন দপ্তরের অনুমতি ছাড়া কারা e ভাবে এত গুলি গাছ রাতের আধারে কেটে নিয়ে গেল এই নিয়ে উঠেছে প্রশ্ন?এলাকার বাসিন্দা মতিউর রহমান বলেন রাতের অন্ধকারে কয়েক হাজার টাকার গাছ কেটে নিয়ে যাবার সাধ্য কার হতে পারে যদি বড় কোন গাছ মাফিয়া এর সাথে যুক্ত না থাকে? সঠিক তদন্ত করলেই আসল রহস্য উদঘাটন হবে বলে তিনি মনে করেন। কিন্তূ সঠিক তদন্ত কি হবে বর্তমান পরিস্থিতিতে?খবর পৌঁছে গেছে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছেও।পঞ্চায়েত প্রধান বিক্রম সরকার বলেন রাস্তার ধারে লাগানো এই গাছ গুলো কারো কাটার অধিকার নেই।একমাত্র পঞ্চায়েত ও বন দপ্তরের অনুমতি ছাড়া কেও এই গাছ কাটতে পারেনা।তিনি কালিয়াগঞ্জ ব্লকের বিডিও এবং মহকুমা শাসককে লিখিত ভাবে জানিয়েছি বলে প্রধান জানান।প্রধান বলেন আমরাও এর তদন্ত করে দেখব এর পেছনে কোন চক্র কাজ করছে।জানায় যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে এমন কিছু প্লাইউড কারখানা বিনা লাইসেন্স এ ধনকোল – ফতেপুর সড়কের ধারে ব্যবসা করছে যাদের কাজই হচ্ছে যে সমস্ত গাছ একটু বড় হচ্ছে সেই বড় গাছগুলোকে সামান্য পয়সার বিনিময়ে প্লাইউডের কারখানায় কেটে নিয়ে আসা হচ্ছে। এমন ধরনের ঘটনা হামেশাই ঘটলেও পুলিশ এসব ব্যাপারে কোনো এক অজ্ঞাত কারণে নির্বিকার ভূমিকা পালন করে।গ্রাম বাসীদের অভিযোগ তারা নিশ্চিত ভাবেই বলতে পারে এই গাছ গুলি কাটার পেছনে এই সমস্ত বিনা লাইসেন্স হোল্ডার প্লাইউড়ের কারবারিরা যে যুক্ত আছে তা নিশ্চিত ভাবেই বলা যায়।