শান্তিপূর্ণভাবে ধনকোল গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে এলো
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠন নিয়ে যখন উত্তর দিনাজপুর জেলার দুই প্রান্ত ইটাহার ও চোপড়ার দাসপাড়ায় গুলি,বোমায় রক্তাক্ত রাজনৈতিক কর্মীদের একাংশ তখন এই জেলারি কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন শান্তিপূর্ণভাবে হয়ে গেল।ধন কোল গ্রাম পঞ্চায়েত এবার বিজেপির দখলে এলো। জানা যায় সরকারি নিয়ম রীতি মেনে প্রধানের জন্য ভোট হলে স্বাভাবিক ভাবেই হিসাব অনুযায়ী যা হবার সেটাই হয়েছে।বিজেপি দলের পক্ষ থেকে যেমন প্রধান নির্বাচিত হয়েছেন নীলা দেবশর্মা,তেমনি বিজেপি দলের প্রার্থী ধীরেন বর্মন উপ-প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। জানা যায় গত ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ধনকোল গ্রাম পঞ্চায়েতের মোট২১টি আসনের মধ্যে বিজেপি আসন পায়-১৪টি, তৃণমূল কংগ্রেস পায়-৫টি এবং সিপিআইএম আসন পায়-২টি ।এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ ব্লকের বিজেপি নেতা রূপক রায় বলেন এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জ ব্লকে বিজেপি যে ৭টি গ্রাম পঞ্চায়েত দখল করতে পেরেছে তা একমাত্র সম্ভব হয়েছে গ্রামের মানুষ তারা নিজেদের পছন্দের মানুষটিকে সত্যি সত্যিই তাদের ভোট টি দিতে পেরেছে বলেই।তাই এই জয় গ্রাম বাংলার মানুষের স্বপ্ন পূরণের জয়।এখানে আমাদের কোন কৃতিত্ব নেই।আর এই ভাবে যদি সারা বাংলার মানুষ নিজের পছন্দের মানুষটিকে ভোট দিতে পারে তাহলে আগামীতে কালিয়াগঞ্জের মতই ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ ঘটিয়ে দিতে পারবে।আমরা চাই মানুষ নিজের পছন্দমত ভোটটি যেন দিতে পারে।রাজনৈতিক হানাহানির কোন প্রয়োজন পড়বেনা বলেই রূপক বাবু কনে করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});