তৃণমূলের রায়গঞ্জ ব্লক ১ যুব সহ সভাপতির বিরুদ্ধে এবার টাকা নিয়ে চাকরি দেওয়ার এবার অভিযোগ উঠল
1 min readতৃণমূলের রায়গঞ্জ ব্লক ১ যুব সহ সভাপতির বিরুদ্ধে এবার টাকা নিয়ে চাকরি দেওয়ার এবার অভিযোগ উঠল
বর্তমানের কথা ।।। এবার তৃণমূল যুব কংগ্রেস রায়গঞ্জ ব্লক-১ এর সহ-সভাপতি চন্দন শীল এর বিরুদ্ধে রায়গঞ্জ হাসপাতালে ওয়ার্ড গালের চাকরি দেওয়ার নাম করে গত তিন বছর আগে রায়গঞ্জ থানার বানিয়া পুকুরের নিবাসী মুজিবুর রহমানের কাছ থেকে আড়াই ‘লক্ষ টাকা নেওয়ার অভিযোগ এবার উঠল।যদিও এই প্রতিবেদক এই খবরের সত্যতা যাচাই করে নি।
অভিযোগকারির ভিডিও বার্তা থেকে অভিযোগের ভিত্তিতে এই সংবাদ ।চন্দন শীল এর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি চাকরি দেওয়ার নাম করে আড়াই ‘লক্ষ টাকা নিয়েছেন।যদিও অভিযোগ কারী এই চাকরি এখনো অব্দি দিতে পারেনি।অভিযোগ কারীরা এবাপারে তার কাছে গিয়ে টাকা ফেরত দেওয়ার কথা বারবার বললেও তিনি নাকি সেই টাকা এখনো ফেরত দেন নি।
উপরন্তু তৃণমূল সহ সভাপতি চন্দন শীল তাকে নিজের দলীয় পদের ভয় দেখিয়ে বলেন আমি তোর টাকা ফেরত দিব না আমি যুব তৃনমূলের সভাপতি ।কি করার আছে করে নে , সাহস থাকলে থানায় গিয়ে আমার নামে কমপ্লেন কর , দেখবি থানা তে আমার নামে সেই কমপ্লেন গ্রহণ করবে না। এদিকে টাকা ফেরত পাওয়ার দাবিতে অনর মজিবুর রহমান।যদিও চন্দন শীল এর এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।