বরুনা প্রাণ প্রিয় বিদ্যাপীঠে সাংসদ কোটার অর্থে কম্পিউটার ল্যাবের উদ্বোধনে সাংসদ মঃ সেলিম
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর--শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯নম্বর বরুনা অঞ্চলের অধীন বরুনা প্রাণ প্রিয় বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবরেটরীর উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ মঃ সেলিম।জানা যায় এই কম্পিউটার ল্যাবরেটরির জন্য ১০লক্ষ টাকা রায়গঞ্জের সাংসদ মঃ সেলিম তার কোটা থেকে দেবার ফলে বরুনার প্রানপ্রিয় বিদ্যাপীঠের পড়ুয়াদের বড় সমস্যার একটি সমাধান হয় বলে জানা যায়।
রায়গঞ্জের সংসদ এই কম্পিউটার ল্যাবরেটরীর উদ্বোধন করে বলেন গ্রামের ছেলেমেয়েরা বর্তমানে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠা লাভ করছে।আমি খুশি হব এই ল্যাবরেটরীর মাধ্যমে যাতে এই গ্রামের পড়ুয়ারা প্ৰকৃত শিক্ষা নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরেন সরকার,কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দেবব্রত সরকার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।