গ্রাম সম্পদ কর্মীদের কাজের মূল্যায়নে সমাবেশ চাকুলিয়ায়
1 min read
আনওয়ারুল হক,চাকুলিয়া,১ই সেপ্টেম্বর:-পতঙ্গ তথা কীট বাহিত বিভিন্ন প্রকার রোগের উপদ্রব পরিবেশ ও গ্রামীণ জনজাতিকে করে তুলেছে বিপর্যস্ত। রোগ নিরাময়ের উপায় সহ পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় সচেতনতা গড়ে তুলতে গ্রাম সম্পদ কর্মীদের কাজে লাগায় প্রশাসন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিভিন্ন স্কুলে,ও বাড়ি বাড়ি গিয়ে সম্পদ কর্মীরা সচেতনতা মূলক কাজ করে যাচ্ছেন,কোথাও বা বাড়ির চারিপাশে জঞ্জাল পরিষ্কার করতে পরামর্শ দিয়ে চলেছেন। পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধে সম্পদ কর্মীদের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এক সমাবেশ অনুষ্ঠিত হলো চাকুলিয়ার পঞ্চায়েত সমিতি কমিউনিটি মিটিং হলে।উপস্থিত ছিলেন গোয়াল পোখর ২ নং তথা চাকুলিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রবি আগারওয়াল,ও পঞ্চায়েত দপ্তরের ভি,বি,ডি সঞ্জয় মিনজ। সমাবেশে কাজের মূল্যায়নে অগ্রগতির বিষয়ে সন্তোষজনক ইঙ্গিত পেয়েছেন বলে জানান বিডিও মহাশয় এবং আরও ভালো ভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তর দিনাজপুর জেলার গ্রাম সম্পদ কর্মী কমিটির জেলা সহ-সভাপতি বিষ্টু সাহা জানিয়েছেন,’রোগ প্রতিরোধে জন সচেতনতা তৈরিতে খুবই নিষ্ঠার সহিত আমরা কাজ করে আসছি,তা খতিয়ে দেখে কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই সভা অনুষ্ঠিত হলো’।কাজ করলেও এর বেতন যৎসামান্য বলে তাঁরা ৬০ বছরের কর্ম নিশ্চয়তা সহ মাসিক ভাতা এর দাবী জানিয়েছেন।আগামী ৬ই সেপ্টেম্বর কলকাতার ধর্মতলায় সংগঠনের রাজ্য সমাবেশে বিভিন্ন দাবীদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ হবেন বলে জানান বিষ্টু সাহা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});