ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির কালিয়াগঞ্জ শাখার জমিতে মাটি ফেলার অভিযোগে থানায় অভিযোগ-
1 min readক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির কালিয়াগঞ্জ শাখার জমিতে মাটি ফেলার অভিযোগে থানায় অভিযোগ-
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১৮মে:উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির কালিয়াগঞ্জ শাখার নিজস্ব জমিতে এলাকার কিছু যুবকরা মাটি ফেলার কারনে ক্ষুদ্র পাট ব্যবসায়ীর সদস্যরা কালিয়াগঞ্জ থানায় গিয়ে অবৈধ মাটি ফেলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির কালিয়াগঞ্জ শাখার সম্পাদক পরিতোষ কুন্ডু সাংবাদিকদের জানান তাদের অফিসের সামনের জমিতে একদল যুবক অবৈধ ভাবে মাটি ফেলায় তারা বাধা দেন। কিন্তূ কালিয়াগঞ্জ শাখা সম্পাদক বলেন বাধা দিতে গেলে তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
শুধু তাই নয় তাদের জমিতে কোন ভাবেই যাতে মাটি ফেলা না হয় তার জন্য তাদের জমিতে পিলার লাগিয়ে দিলে সেই সব একদল যুবক তা তুলে ফেলে দেয়।এর ফলে পাট ব্যবসায়ীরা আতঙ্কিত ও শঙ্কিত।এই অবৈধ কাজের বিরুদ্ধে এবং তাদের প্রতি হুমকির প্রতিবাদে তারা কালিয়াগঞ্জ থানায় বুধবার লিখিত অভিযোগ দায়ের করে।শাখা সম্পাদক পরিতোষ কুন্ডু বলেন তারা হাটঘাট করে কোন রকমে জীবন জীবিকা নির্বাহ করে থাকে।তারা শান্তিপূর্ন ভাবে এই অবৈধ কাজের মীমাংসা করবার জন্য কালিয়াগঞ্জ থানার মাধ্যমে এটা বন্ধ করা যায় এটাই তাদের আবেদন। তাদের লিখিত অভিযোগ কালিয়াগঞ্জ থানার টাউন বাবু মৃত্যুঞ্জয় বিশ্বাসের নিকট দিলে তিনি দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন বলে পরিতোষ কুন্ডু জানান।কালিয়াগঞ্জ থানার টাউন বাবু মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন তিনি ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অবিলম্বে তা তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে জানান।