সামসি কলজের সংস্কৃত বিভাগে “সমাসবৃত্তিবিমর্শঃ” বিষয়ে বিশেষ আলোচনা-
1 min readসামসি কলজের সংস্কৃত বিভাগে “সমাসবৃত্তিবিমর্শঃ” বিষয়ে বিশেষ আলোচনা-
পিয়া গুপ্তা চক্রবর্তী বর্তমানের কথা নিউজ….মঙ্গলবার মালদা সামসি কলেজে সংস্কৃত বিভাগে “সমাসবৃত্তিবিমর্শঃ” বিষয়ে একটি স্পেশাল লেকচার এর আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক অতনু আঢ্য মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপস কুমার বর্মণ মহাশয়সহ ও সকল অধ্যাপক অধ্যাপিকা। কলেজের অধ্যাপিকা নীলিমা সরকার জানান ছাত্র-ছাত্রীদের ব্যাকরণ তথা সমাস বিষয়ে সম্মৃদ্ধ করাই
ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ব্যাকরণ ও সমাস বিষয়ে বরাবরই ছাত্র ছাত্রীদের মধ্যে দুর্বলতা দেখা দেয় , তাই এই ধরনের এই উদ্যোগে ছাত্র ছাত্রীদের মধ্যে যে সংস্কৃত ব্যাকরণ বিষয়ে ভীতি ভাব তা দূর হবে বলাই বাহুল্য।